,

SAMSUNG CAMERA PICTURES

১২শ টমটম চলাচলের কথা থাকলেও চলছে ৫ হাজারেরও অধিকশহরে অবৈধ টমটম ধরতে মোবাইল কোর্ট ॥ ৭ টমটমের ৯ ব্যাটারী জব্দ

জুয়েল চৌধুরী ॥ পৌরসভার সিদ্ধান্ত অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায় ও অবৈধ চলাচলের কারণে হবিগঞ্জ শহরে টমটমের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হয়েছে। গতকাল রবিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে বিআরটিএর মোটরযান পরিদর্শক হাফিজুল ইসলাম খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৭টি অবৈধ টমটম আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহেল সাংমার নির্দেশে পুলিশ ৭ টমটমের ৯টি ব্যাটারী জব্দ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নিকট জমা দেয়া হয়। এর আগে গত শনিবার হবিগঞ্জ শহরের বিভিন্নস্থান থেকে সাড়াশি অভিযান
চালিয়ে ২৬টি অবৈধ টমটম আটক করে ট্রাফিক পুলিশ। নম্বরবিহীন ও ৫ টাকার স্থলে ১০ টাকা ভাড়া আদায়ের অভিযোগে এগুলো আটক করে পুলিশ লাইনে নিয়ে রাখা হয়। উল্লেখ্য হবিগঞ্জ শহরে ব্যাটারিচালিত অবৈধ টমটমের চলাচলের কারণে প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে। প্রতিদিনই ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। ভুক্তভোগী জনসাধারণ জানান, টমটমের কারণে দিনের বেশিরভাগ সময় শহরের বাণিজ্যিক এলাকা থেকে চৌধুরী বাজারে সময় মতো যাতায়াত করা যাচ্ছে না। পৌরসভার তালিকা অনুযায়ী হবিগঞ্জ শহরে ১২শ টমটম চলাচলের কথা। কিন্তু দেখা যায়, ৩ থেকে ৫ হাজারের মতো টমটম চলাচল করছে। এর অনেকগুলোরই বৈধতা নেই। ফলে শহরে যানজট সৃষ্টি হচ্ছে। জনদূর্ভোগ কমাতে ট্রাফিক পুলিশের পাশাপাশি এবার ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হয়েছে। একটি সূত্র জানায়, হবিগঞ্জ পৌরসভার আদেশ অমান্য করে টমটমের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে একটি সংগঠন টমটমের ধর্মঘটের ডাক দেয়ার হুমকি দিয়েছে। ফলে গণপরিবহন খ্যাত টমটম যাত্রীরা এ নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু করেছেন। অনেকেই বলছেন ঃ ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, ব্যাটারিচালিত যানবাহন মোটর যান নয়। ফলে বিআরটিএ থেকে কোনো রেজিস্ট্রেশন দেয়া হয় না। আইন প্রয়োগকারী সংস্থা এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে। সম্প্রতি হাইকোর্ট বিভাগও একই নির্দেশনা দিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নির্দেশনাটি বাস্তবায়ন করতে পারেন। বিএআরটির পরিদর্শক হাফিজুর রহমান খান জানান, শহরে যানজট ও অবৈধ টমটম চলাচল কমাতে তাদের অভিযান প্রতিদিন চলবে।


     এই বিভাগের আরো খবর