,

ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করা দরকার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহেদ পাভেল বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর সমাজ ব্যবস্থা গঠনের লক্ষ্যে
সবাইকে একযোগে কাজ করতে হবে। এক্ষেতে সরকারী বেসরকারী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণ প্রয়োজন। পরিবার পরিকল্পনা কার্যক্রমে পুরুষের অংশগ্রহণ আরো বৃদ্ধি করতে হবে। বর্তমান সরকার কঠোর হস্তে বাল্য বিবাহ প্রতিরোধের জন্য আইন করেছে, সেই আইনের মাধ্যমে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি গতকাল জেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিসিএসডিপির আয়োজনে এবং ইউএসএআইডি-র অর্থায়নে পরিচালিত মা মনি: এইচএসএস প্রকল্পের সহায়তায়  পরিবার পরিকল্পনায় স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহীতা বৃদ্ধিকরণ  মেলা’২০১৭ এর অবহিতকরণ কর্মশালায় প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন। উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ নাসিমা খানম ইভার সভাপত্তিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের সহকারী পরিচালক কোয়ালিটি এসুরেন্স ডাঃ কে সি মতিউল আলম। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী, মাধবপুর উপজেলা চেয়ারম্যান এসএফএএম শাহজাহান, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চোধুরী, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, বানিয়াচং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, সেইভ দ্যা চিলড্রেন এর সিনিয়র ম্যানেজার ড. বিভাকর রায় প্রমুখ। লাখাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়ের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আকিব উদ্দিন। অনুষ্ঠানে জানানো হয় যে, জাতীয় পর্যায়ে প্রজন্ন হার ২.৩ কিন্তু সিলেট বিভাগের ২.৯, যাহা বাংলাদেশের যেকোন বিভাগের তুলনায় অনেক বেশী। তাই আগামী ২৮ এবং ২৯ নভেম্বর হবিগঞ্জ জেলার সকল উপজেলায় একযোগে পরিবার পরিকল্পনা গ্রহীতা মেলা ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পকে সফলভাবে বাস্তবায়নে সকল শ্রেনী পেশার সহযোগীতা কামনা করা হয়।


     এই বিভাগের আরো খবর