,

নবীগঞ্জ কুর্শি ইউপির মুতাজিলপুরে সালিশ সভায় সংঘর্ষ ॥ আহত ১০

ছনি চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মুতাজিলপুর গ্রামে বাড়ীর জায়গার সীমানা নিয়ে পুর্ব বিরোধের জের সালিশ সভায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন লোক আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের
নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার মুতাজিলপুর গ্রামের (অবঃ) সৈনিক মাহমুদ হোসেন ও একই গ্রামের পাশের ঘরের আব্দুর রহিমের মধ্যে বেশ কিছু দিন ধরে বাড়ীর সীমানার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার দাঙ্গাহাঙ্গামাসহ পাল্টাপাল্টি মামলা মোকদ্দমা ও চলে আসছিলো। এ অবস্থায় গতকাল শুক্রবার বিকেলের দিকে বিরোধীয় ওই ভুমি এলাকার গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে উভয় পক্ষকে নিয়ে বিচার শালিস বসে। সালিশ চলাকালে আব্দুর রহিমের বক্তব্য প্রদানকে কেন্দ্র করে মাহমুদ হোসেনের লোকজন উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন লাটিসোটা, নিয়ে সংঘর্ষ লিপ্ত হয়। সংঘর্ষে আহতরা হলেন, আবুল কালাম (৪৯), আব্দুল খালিক (৭৫), সজ্জাদ মিয়া (৪৫), আবু তাহের (৪০), আব্দুর রহিম (৫৬), রিপা বেগম (১৮), লাকি বেগম (৬০), আশরাফুর রহমান (২৫) ও আব্দুল বাতির (১৮) প্রমুখ।


     এই বিভাগের আরো খবর