,

SAMSUNG CAMERA PICTURES

চুনারুঘাটে স্বামীর বন্দিশালা থেকে ৪ দিন পর নববধূ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বগাডুবি গ্রামে স্বামীর বন্দিশালা থেকে ৪ দিন পর এক নববধূকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার দুপুর ২টায় চুনারুঘাট থানার এসআই শরীফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আদালতের নির্দেশে ওই গ্রামের রাজু  মিয়া (২৫) এর বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী ইয়াসমিন আক্তার (২০) কে হাতপা বাধা অবস্থায় উদ্ধার করে। ইয়াসমিনের পিতা মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের ইলিয়াছ মোল্লা জানান, ৬ মাস আগে তার কন্যা ইয়াসমিনকে বিয়ে দেয়া হয় ওই গ্রামের আব্দুল মন্নানের পুত্র রাজু মিয়ার নিকট। বিয়ের সময় যথাসাধ্য উপঢৌকন দিয়েছেন। সম্প্রতি রাজুর ভাই বিদেশ যেতে ইয়াসমিনের নিকট টাকা দাবি করে। কিন্তু তার কন্যা টাকা এনে নিতে পারবে না বললে রাজু ও তার ভাই এবং পিতা আব্দুল মন্নান নববধূ ইয়াসমিনকে পিটিয়ে আহত করে একটি ঘরে হাতপা বেধে আটকে রাখে। বিষয়টি ইয়াসমিন তার পিতাকে জানালে গত রবিবার তিনি হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ইয়াসমিনকে উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতিতি টের পেয়ে রাজু ও তার ভাই এবং পিতা পালিয়ে যায়। ইয়াসমিনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ডাঃ দেবাশীস দাস।


     এই বিভাগের আরো খবর