,

লাখাইয়ে জোড়া খুনের মামলার প্রধান আসামী মলাই এর জামিন না মঞ্জুর

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার সিংহগ্রামে জোড়া খুনের মামলার প্রধান আসামী মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই মিয়া (৪২) এর  জামিন না মঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় আদালতের বিচারক মোঃ আতাবুল্লাহর আদালতে জামিন শুনানী শেষে এ আদেশ দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি সিরাজুল হক চৌধুরী, এপিপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব সালেহ উদ্দিন আহমেদ ও এডভোকেট হাফিজুল ইসলাম। এর আগে  তিনি হাইকোর্ট থেকে অস্থায়ী জামিনে ছিলেন। গত ২৫ অক্টোবর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে লাখাই থানার তৎকালীন এসআই কাঞ্চন হত্যা, তৎকালীন থানার ওসি সমীর বশালের উপর হামলা মামলার অভিযোগ রয়েছে। এ ছাড়াও ২০১৫ সালের ১৭ জুলাই স্থানীয় বুল্লা বাজারে ফল ব্যবসায়ী উপজেলার পূর্ব সিংহগ্রামের শাহজান মিয়ার সাথে খেজুর ও আম কেনা নিয়ে বাকবিতন্ডা হয় উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান মলাই মিয়ার পুত্র জাকির হোসেনের। একই দিন বিকেলে হঠাৎ স্থানীয় বুল্লা বাজারে এ নিয়ে উভয়ের মাঝে আবারো সংঘর্ষ হয়। ১৯ জুলাই মলাই মিয়ার নেতৃত্বে সকাল ১০টায় তেঘরিয়া গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিংহগ্রামে গিয়ে অতর্কিত হামলা চালানো হয়। ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে সিংহগ্রামের বকুল মিয়া ও কদম আলী নামের ২ জন নিহত ও শতাধিক আহত হয়। এ ব্যাপারে বকুলের স্ত্রী তফুরা আক্তার ও কদম আলীর ভাই বাদি হয়ে লাখাই থানায় মামলা দায়ের করেন। এরপর মলাই মিয়া পলাতক থাকার পর উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিনে আসেন।


     এই বিভাগের আরো খবর