,

এমপি কেয়া চৌধুরীর উপর হামলাকারীকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন হাইকোর্টে তারা-সাহেদের জামিন নামঞ্জুর

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে এমপি কেয়া চৌধুরী সহ নারী ইউপি মেম্বারদের উপর হামলা মামলায় কারাগারে আটক জসিম উদ্দিনকে ৭ দিনের জন্য রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা হবিগঞ্জ ডিবি’র
ওসি শাহ আলম। গতকাল বুধবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা জাহানের আদালতে রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীকালে আসামী পক্ষের আইনজীবী নিলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু আসামীকে অপ্রাপ্ত বয়ষ্ক দাবি করলে বিজ্ঞ বিচারক আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীর মেডিকেল রিপোর্ট তলব করেন বলে বাদী পক্ষের আইনজীবী ফয়জুল বশির চৌধুরী সুজন জানিয়েছেন। এবং রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সিএসআই কাজী কামাল উদ্দিন ও এসআই সুজন। গত রোববার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান উল্লেখিত আসামী জসিম উদ্দিন (২২) এর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এদিকে, গত মঙ্গলবার এ মামলার প্রধান আসামী বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া ও হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদন করেন। শুনানী শেষে বিচারপতি মোঃ মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি তাহের মোঃ সাইফুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। গত ১০ নভেম্বর উপজেলার মিরপুর বাজারের অদূরে বেদে পল্লীতে সরকারি সহায়তার চেক বিতরণকালে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি’র উপর হামলার ঘটনা ঘটে। গত ১৮ নভেম্বর রাতে লামাতাসী ইউপি’র নারী সদস্য পারভীন আক্তার এ ব্যাপারে মামলা করেন। মামলায় বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া ও হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৪/১৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর