,

হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্বব্যাংকের ৪ সদস্যের এক প্রতিনিধি দল বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপম্যান্ট ফান্ড, বিএমডিএফ-এর আওতায় নির্মিত হবিগঞ্জ পৌরসভার কিচেন মার্কেট নির্মাণ ও সাইফুর রহমান টাউন হল সংস্কার কাজের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখেন। এ সময়  বিশ্বব্যাংকের সিনিয়র আরবান স্পেশালিস্ট কোয়াবেনা আমাঙ্কোয়া আইয়েহ উন্নয়ন কাজের বিভিন্ন দিক নিয়ে মেয়র জি.কে গউছের সাথে আলোচনা করেন। তিনি কিচেন মার্কেটের নির্মাণ কাজে সন্তোষ প্রকাশ করে অসমাপ্ত কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেন। এম সাইফুর রহমান টাউন হল পরিদর্শন করে তিনি এ হলের সাউন্ড সিস্টেম, এসি ও লাইটিংসহ সংস্কার কাজ দ্রুততম সময়ের মাঝে শেষ করতে বলেন। এর আগে সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন মেয়র আলহাজ্ব জি.কে গউছের নেতৃত্বে পৌর পরিষদের সদস্যবৃন্দ। প্রতিনিধি দলে ছিলেন বিশ্বব্যাংকের স্পেশালিষ্ট কোয়াবেনা আমাঙ্কোয়া আইয়েহ, জাহেদ হাসান খান, অবনী ও পারভেজ। এ মতবিনিময় সভায় পৌর কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, দীলিপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর ও খালেদা জুয়েল। বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলে সদস্যরা বলেন হবিগঞ্জ পৌরসভা যেভাবে কাজের মান বজায় রেখে কাজ করছে তা অব্যাহত রাখতে হবে। তারা বলেন বিশ্বব্যাংক কাজের শতভাগ গুনগত মান চায়। বিশ্বব্যাংকের চাহিদা অনুযায়ী কাজ করে যেতে তারা সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। প্রতিনিধি দলের সদস্যরা বলেন বিশ্ব ব্যাংক সাধারন নাগরিকের জীবন মান উন্নয়নে কাজ করে যেতে চায়। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে শতভাগ গুনগত মান বজায় রেখে কাজ করে গেলে পৌর নাগরিকদের পাশে সব সময় থাকবে বিশ্বব্যাংক। মেয়র জি.কে গউছ বলেন হবিগঞ্জ পৌর এলাকায় কাজের মান যাতে শতভাগ থাকে সেব্যাপারে পৌরসভা সতর্ক দৃষ্টি রেখে আসছে। ভবিষ্যতেও জনগনের কল্যানে এবং পৌরবাসীর দুর্ভোগ লাঘবে উন্নয়ন প্রকল্প তৈরী করে তা অনুমোদনের জন্য পাঠানো হবে।


     এই বিভাগের আরো খবর