,

বাহুবলের ইজ্জতনগর গ্রাম পরিদর্শন করলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যানসহ নেতৃবৃন্দ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ইজ্জতনগর গ্রামে দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টা ও মন্দিরের সেবাইতের বাড়িতে সন্ত্রাসী হামলায় নিন্দা জানিয়েছেন  আওয়ামীলীগ নেতৃবৃন্দ। গতকাল বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ও আওয়ামীলীগের সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী নেতৃত্বে আওয়ামীলীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। জেলা তাতীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, আয়াত আলী, আওয়ামীলীগে নেতা বেনু ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি এডভোকেট পূণ্যবত চৌধুরী বিভু, জাতীয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট নলীনি কান্ত রায় নিরু, হবিগঞ্জ জেলা পূজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, শংখ শুভ্র রায়, অশোক কুমার রায় মঙ্গল, এডভোকেট তুষার মোদক,  সুধাংশু সূত্রধর, বিশ্বজিৎ বণিক, এডভোকেট নিলান্দ্রী শেখর পুরকায়স্থ টিটু, ধর্মীয় ও নিরঞ্জন সাহা নিরু। ইজ্জতনগর গ্রাম পরিদর্শন করছেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ও নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।


     এই বিভাগের আরো খবর