,

বানিয়াচংয়ে দেশীয় অস্ত্র উদ্ধারে বাড়ি বাড়ি মোবাইল কোর্ট পরিচালনা ॥ ১ ব্যক্তির ১৫ দিনের কারাদন্ড

আনোয়ার হোসেন ॥ বানিয়াচং সদরে দেশীয় অস্ত্র উদ্ধারে বাড়ি বাড়ি অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সে উপজেলা সদর আমিরখানী গ্রামের আলী হোসেনের পুত্র গোলাম মাওলা (৪০)। জানা যায়, গতকাল রবিবার বিকাল ৫টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত আমিরখানী গ্রামে দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করেন বানিয়াচং সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকঞ্জি, বানিয়াচং থানার অফিসার ইন্চার্জ মোজাম্মেল হক, এসআই ওমর ফারুক মোড়ল, এসআই নাজমুল হকসহ অন্যান্য পুলিশ সদস্য বৃন্দ। এ সময় ২০ থেকে ২৫টি বাড়িতে তল্লাশি করা হলে গোলাম মাওলার ঘরে ৩টি টেটা ও একটি বল্লী পাওয়া যায়। পড়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জি দন্ডবিধি ১৮৮ ধারায় গোলাম মওলাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় আদালত অপরাধীর উদ্যোশ্যে বলেন, ১ম বারের মত অপরাধ করায় সর্বনিম্ন শাস্তি ১৫ দিনের সাজা দেওয়া হল। পরবর্তী দেশীয় অস্ত্র পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তি ৬ মাসের কারাদন্ড দেওয়া হবে। তিনি আরও বলেন এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে ওসি মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, দেশীয় অস্ত্র মজুদ না রাখতে ১৫ দিন যাবৎ পাড়ায় পাড়ায় মাইকিং করা হয়েছে এবং ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতামুলক সভা করা হয়েছে। তারপরও যদি কারও বাড়িতে দেশীয় অস্ত্র পাওয়া যায় সে যত বড় শাক্তিশালী ব্যক্তিই হোকনা কেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর