,

অলুয়ায় তৃণমূল গ্রামবাসীর সভায় এমপি কেয়া চৌধুরীউন্নয়ন করতে এসেছি বাঁধা দিয়ে থামানো যাবে না

আসমা জান্নাত মনি ॥ বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের নোয়াগাঁও অলুয়া ও সেনারকান্দি তৃণমূল গ্রামবাসীর উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, বাহুবল আমার জন্মস্থান। এখানের লোকজনের জীবনমান উন্নয়নে নেত্রীর কাছ থেকে বরাদ্দ নিয়ে আসছি। কাজেই উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করে আমাকে থামানো যাবে না। মনে রাখতে হবে তৃণমূল জনগণ চায় উন্নয়ন। আর আমি উন্ননের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছি। এমপি কেয়া চৌধুরী বলেন, উন্নয়নের কথা বলার পূর্বে, চিন্তা করি। উন্নয়নের জন্য আমাকে বলতে হবে না। আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একের পর এক বরাদ্দ নিয়ে এসে নবীগঞ্জ-বাহুবলের স্থানে স্থানে পৌঁছে দিচ্ছি। তিনি বলেন, উন্নয়ন কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। পরিশেষে তিনি উন্নয়ন কাজ চলমান রাখার স্বার্থে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি জোরালো আহবান জানিয়েছেন। এ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফরিদ মিয়া তালুকদার, উপজেলা যুবলীগের আহবায়ক অলিউর রহমান অলি, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সন্তান কমান্ডের আহবায়ক শামিনুর রহমান শামীম, বাহুবল মডেল থানার এসআই স্বপন দাস, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইয়াকুব মিয়া, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ছাত্রনেতা হৃদয় আহমদ প্রমুখ। সভা শেষে চলিতাতলা পয়েন্টে তৃণমূল লোকজনের সাথে মতবিনিময় করেছেন এমপি কেয়া চৌধুরী।


     এই বিভাগের আরো খবর