,

কেয়া চৌধুরীর উপর হামলা ২য় বারের মতো তারা ও সাহেদের জামিন না-মঞ্জুর করেছে হাইকোর্ট

 স্টাফ রিপোর্টার ॥ গত ১০ই নভেম্বর এমপি কেয়া চোধুরীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ২ জন আসামী তারা মিয়া ও অলিউর রহমান
সাহেদের আগাম জামিন নামঞ্জুর করেছেন মহামান্য হাইকোটের” বিচারপতি এনায়েত উল্লাহ রহিম। গত রবিবার (৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৪ টায় এনেক্স ১৭নং কোর্টে এমপি কেয়া চৌধুরীর উপর হামলাকারী তারা মিয়া ও সাহেদের আগাম জামিনের জন্য প্রার্থনা করেন যুদ্ধাপরাধী ট্রাইবুনালের জুনিয়র প্রসিকিটর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সন্তান ব্যারিস্টার সুমন। ব্যরিস্টার সুমনের সাথে ছিলেন খোরশেদ আলম খান। এসময় ডেপুটি এ্যাটর্নী জেনারেল ফরহাদ আহমদ মহামান্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান যে, গত ২৭ নভেম্বর মাহামান্য হাইকোটের” ৭নং কোর্টে বিচারপতি মিফতাহ উদ্দীন উক্ত আসামীদ্বয়ের আগাম জামিন নামঞ্জুর করেন। জামিন নামঞ্জুর হওয়ার এ তথ্য গোপন করার বিষয়টি তুলে ধরলে মহামান্য বিচারপতি এনায়েত উল্লাহ রহিম আসামী পক্ষের আইনজীবীর প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এ প্রসঙ্গে ডেপুটি এ্যাটর্নী জেনারেল ফরহাদ আহমদ বলেন, “আসামীপক্ষ গত ২৭ নভেম্বর উচ্চতর বেঞ্চে তাদের জামিন নামঞ্জুর হওয়ার বিষয়টি গোপন করে, যা আমি মহামান্য আদালতকে জানাই। এতে মহামান্য বিচারপতি এনায়েত উল্লাহ রহিম আসামীপক্ষের আইনজীবীর প্রতি অসন্তেষ প্রকাশ করে মন্তব্য করেন যে, এইসব আসামীদের হাজতে নেওয়া দরকার। তিনি তথ্যগোপন করার বিষয়টিকে ইঙ্গিত করেন।” উল্লেখ্য, গত ১০ নভেম্বর বাহুবল উপজেলার বেদে পল্লীতে সরকারি অনুদানের চেক হস্তান্তর করতে সেখানে যান সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। ওই অনুষ্ঠান চলাকালে তাঁর উপর হামলা চালায় তারা মিয়া, সাহেদ ও তার লোকজন। এতে কেয়া চৌধুরীসহ অনেকেই আহত হন। এই ঘটনায় আহত হওয়া ৫নং লামাতাশি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পারভীন বেগম বাদী হয়ে তারা মিয়া, আলাউর রহমান সাহেদ, জসীম উদ্দিন ও অজ্ঞাত ১৪/১৫ জনকে আসামী করে গত ১৮ নভেম্বর বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং- ০৬/১৯৬, তাং- ১৮-১১-২০১৭ইং)। এই অবস্থায় তারা মিয়া ও আলাউর রহমান সাহেদ গত ২৭ নভেম্বর মহামান্য হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। সে তথ্য গোপন করে আসামীদ্বয় গত রবিবার আবারো জামিন আবেদন করলে আদালতে তা ২য় বারের মতো নামঞ্জুর হয়।


     এই বিভাগের আরো খবর