,

বানিয়াচংয়ে এড. মজিদ খান এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

 আনোয়ার হোসেন ॥ বানিয়াচংয়ে এ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এর ফাইনালে নান্দনিক খেলায় আলোর দিশারী টিমকে ১-০ গোলে
হারিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে রোজেস এলিভেন টিম। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে আব্দুল মজিদ খান এমপি বলেন, খেলাধুলা মানুষকে উৎফুল্ল করে। বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা বানিয়াচংবাসী কতটা ভালবাসেন হাজার হাজার দর্শকের উপস্থিতিই এটা প্রমান করে। তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলায় প্রজন্মকে আগ্রহী করতে বদ্ধ পরিকর। তাই সারা দেশে উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। ঐতিহাসিক এড়ালিয়া মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ পুরোদমে এগিয়ে চলেছে। আশা করি আগামীতে ওই মিনি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট সুসৃংখল ও জাকজমকভাবে অনুষ্ঠিত করা যাবে। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও স্বন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে ধারাভাস্যকার শাফি আহমেদের সঞ্চালনায় উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, ক্রীড়া সংস্থার সেক্রেটারী আমির হোসেন মাষ্টার, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, জেলা ছাত্রলীগ সভাপতি মুকিদুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন, বানিয়াচং সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, খেলা পরিচালনা কমিটির সভাপতি এনামুল মোহিত খান, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান প্রেসক্লাব সেক্রেটারী তোফায়েল রেজা সোহেল, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী জীবন আহমেদ লিটন, সাংবাদিক শেখ সফিকুল ইসলাম সফিক, মখলিছ মিয়া, শেখ জোবায়ের জসিম, আনোয়ার হোসেন, আল-আমিন খান, সালাউদ্দিন ফারুক, মতিউর রহমান মুতি প্রমুখ। খেলা পরিচালনা করেন আঃ রউফ মাষ্টার, জিল্লুর রহমান, আবুল কাশেম। গতকাল সোমবার বিকাল ৩ টায় ঐতিহ্যবাহী এলআর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বহুল প্রত্যাশিত ফুটবল এটুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর পূর্বে সকাল ১১ ঘটিকা থেকেই ক্রীড়ামোদীরা স্টেডিয়ামে এসে জায়গা দখলে নেন। মাঠের চার পাশে তৈরী করা হয় উচু মাছা বা বাসের তৈরী গ্যালারি। স্কুলের ছাদ, চারপাশের বাড়ি-ঘরের ছাদ, আশপাশের গাছগাছালিতে উঠে খেলা উপভোগ করেন ক্রীড়া প্রেমীরা। দুভাগে মোট ৯০ মিনিট খেলা অনুষ্ঠিত হয়। স্বাশরুদ্ধকর খেলায় দেশী-বিদেশী খেলোয়াড়দের নানন্দনিক ফুটবল খেলায় মাতিয়ে তুলা হয় প্রায় ১০ সহ¯্রাধিক দর্শকদের। উত্তেজনাপুর্ন খেলা শেষ হওয়ার ২ মিনিট পুর্বে রোজেস এলিভেনের আদিল গোল করে বিজয়ের মুকুট জয় করেন। জানতে চাইলে রোজেস এলিভেনের অধিনায়ক ওমর শেখ জিতু জানান, আমি ২১ বছর যাবৎ ফুটবল খেলছি। এটাই ছিল আমার শেষ খেলা। এ জয় আমার না এ বিজয় বানিয়াচংবাসীর। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ২০১৭ খ্রিষ্টাব্দ থেকে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় মোট ২৪টি টিম অংশ গ্রহন করে।


     এই বিভাগের আরো খবর