,

সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ॥ নবীগঞ্জে পথ সভায় এমপি কেয়া চৌধুরী

আনোয়ার হোসেন মিঠু ॥ সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, আমার উপর হামলার পর সিলেট বিভাগের সকল উপজেলার মতো নবীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সর্বস্থরের জনতা যেভাবে প্রতিবাদ করেছেন তার জন্য নবীগঞ্জবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে খুবই কঠোর অবস্থান নিয়েছেন। যে কারনে সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে আয়োজিত এক বিশাল পথ সভায় প্রধান অতিথির বর্ক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ সম্মিলিত নাগরিক সমাজের উদ্যেগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাবেক পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ। ভানু লাল দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুজ জহির, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মৃনাল কান্তি রায় মিনু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ রেজভী আহমেদ খালেদ, বড় ভাকৈর ইউপি আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আকতার মিয়া ছুবা, উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ছালিক মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবু তাহের চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মৌলদ হোসেন কাজল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবিদ আলী, বাহুবল উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় রায়, করগাঁও ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক লেবু আহমেদ জেবু, পল্লী চিকিৎসক বিশ্বজিত দাশ নারায়ন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মোজাহিদ আলম, নবীগঞ্জ সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল হাকিম, সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, বাউসা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন মিয়া, গজনাইপুর ইউপি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী নেওয়াজ গাজী, ইউপি সদস্য মোহাম্মদ তোয়াব উল্লাহ, বালিধারা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মন্নানসহ সহস্রাধিক জনতা।


     এই বিভাগের আরো খবর