,

নবীগঞ্জ সদর ইউনিয়নে ‘নাইট পেট্রল’ কমিটি গঠনকল্পে আলোচনা সভা

আলী হাছান লিটন ॥ নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে উপজেলায় অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ করার লক্ষ্যে সদর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের জন সাধারণকে নিয়ে স্ব-ইচ্ছায় (পাহারা) নাইট পেট্রল কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ বাজারস্থ সদর ইউনিয়নের কার্যালয়ে ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজুর সভাপতিত্বে ও সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এস আই পার্থ রঞ্জন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান। এতে উপস্থি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী। সভায় শীত মৌসুমে চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার গুরুত্বারোপ করা হয়। এতে বক্তব্য রাখেন, আব্দুল হাকিম, আবুল কাশেম, পরেশ দাশ, আব্দুর রেজ্জাক, নজরুল ইসলাম, নুরুল আমিন, রহমত আলী, কনা মাষ্টার, আব্দুল হামিদ, পাখি মিয়া, সাইদুর রহমান, উমেদ আলী, মুহিবুর রহমান মবু, সুভাষ রায়, সাহাব উদ্দিন, ডিড রাইটার ফারুক আহমদ, সামছু মিয়া, ভূট্টো মিয়া, ইসলাম খাঁ, আসাদ চৌধুরী, সানু মিয়া, আবু ইউসুফ, নুরপুল নেছা ও সমিরুন্নেছা প্রমুখ। বক্তারা বলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান রাত জেগে নাইট পেট্রল কমিটি গঠনের এমন উদ্যোগ প্রশংসনীয়। প্রতি বছরই শীতকালে চুরি, ডাকাতি’সহ নানা অপরাধ প্রবনতা বৃদ্ধি পায়, তাই আর যাতে অপরাধ না হতে পারে এজন্য এবার শীতের শুরুতেই ‘নাইট পেট্রল’ কমিটি গঠনের উদ্যোগকে সভাই কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। জনসাধারণের জান মালের নিরাপত্তা রায় শীতের রাতে পুলিশ ও জনতার সমন্বয়ে নাইট পেট্রল টিমের টহলে অপরাধ আগের তুলনায় অনেকটা কমবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


     এই বিভাগের আরো খবর