,

জ্বলছে আলো চলছে দেশে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এমপি আব্দুল মজিদ খাঁন

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খাঁন বলেন জ্বলছে আলো চলছে দেশে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ২০১৮ সালের মধ্যেই  বানিয়াচং আজমিরীগঞ্জ  উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে পৌঁছে যাবে বর্তমান সরকারের আমলে বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত প্রায় ৪৫০ কিঃমিঃ বিদ্যুৎ লাইন নিমার্ণ করা হয়েছে এ সরকার ক্ষমতায় থাকলে বিদ্যুৎতের অভাব থাকবে না ইনশাল্লা। ২০০৮ সালে বিদ্যুৎতের উৎপাদন ছিল ৩৫০০ মেগাওয়াট এ সরকার ক্ষমতায় গিয়ে ১৬০০০ হাজার মেগাওয়াটে উন্নতি করেছে। আওয়ামীলীগ সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে । বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ তথ্য প্রযুক্তি সহ সার্বিক বিষয়ে অভূতপূর্ন উন্নয়ন হয়েছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। প্রায় ৬ কিঃমিঃ বিদ্যুৎ লাইন শুভ উদ্বোধন করেন ইহাতে ৪৩৫ পরিবারের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় যার ব্যায় ৮৪ লক্ষ টাকা, বিদ্যুৎ লাইন উদ্বোধন করায় দলমত নির্বিশেষে সবাই আনন্দিত। গতকাল বিকাল ৩ টায় বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কালাইনজুরা গ্রামের বিদ্যুৎ লাইন শুভ উদ্বোধন উপলক্ষে লন্ডন প্রবাসী কালাইনজুরা গ্রামের আওয়ামীলীগের নেতা ক্বারী আব্দুল আহাদ এর সভাপতিত্ব যুবলীগের নেতা লুৎফুর রহমান মেম্বারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খাঁন এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পল্লী বিদ্যুতের জিএম মোঃ সোলায়মান মিয়া, নবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারী, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী,  খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ আলী। আরও বক্তব্য রাখেন বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমেদ বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আংগুর মিয়া, বানিয়াচং উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফ সোহেল সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী বাবু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিপন চৌধুরী, আতিক হাসান আবিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ জেড এম উজ্জ্বল, বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফারুক মেম্বার, মোঃ হারুন মিয়া, যুবলীগ নেতা আব্দুল হালিম, আব্দুল হালিম মেম্বার, স্বেচ্চাসেবকলীগ নেতা আব্দুল মুছাব্বির, ছাত্রলীগ নেতা আলী আহম্মেদ জুনেদ, জে আর অসীম, সুহেল আহম্মেদ, ছালেহ উদ্দিন, রুবেল মিয়া, পলাশ আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলোয়ত করেন মাওঃ আব্দুর রউফ গীতা পাঠ করেন শৈলেন বৈদ্য।


     এই বিভাগের আরো খবর