,

হবিগঞ্জ জেলা যুব সংহতির সম্মেলন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুব সংহতির সম্মেলন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠি হয়েছে। গতকাল শুক্রবার সন্ধার পর শহরের  বেবী স্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু করে শহরের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ করে। পরে বেবী স্ট্যান্ড মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুব সংহতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক অলিউর রহমান সোহাগের সভাপতিত্বে ও হবিগঞ্জ পৌর যুব সংহতির সভাপতি নিজাম উদ্দিন শানুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা যুব সংহতির সাবেক সভাপতি কাজল আহমেদ, যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিবলী খায়ের, নবীগঞ্জ উপজেলা যুব সংহতির আহ্বায়ক নুরুল আমিন পাঠান ফুল মিয়া, বানিয়াচং উপজেলা যুব সংহতির সভাপতি রবিউল আলম রবি, চুনারুঘাট উপজেলা যুব সংহতির সভাপতি ফারুক মিয়া, বাহুবল উপজেলা যুব সংহতির সভাপতি আব্দুল হাই, চুনারুঘাট উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আসিফ ইকবাল দুলাল, বাহুবল উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হেলাল মিয়া, সদর উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক স্বপন মিয়া, হবিগঞ্জ পৌর যুব সংহতির সাধারণ সম্পাদক আল আমিন, লাখাই উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক রিপন আহমেদ, নবীগঞ্জ পৌর যুব সংহতির আহ্বায়ক নিউটন মিয়া, বাহুবল উপজেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক জাহির মিয়া, যুব সংহতি নেতা সামিউন খান, নুর মিয়া, জাবেদ মিয়া, আব্দুল আলিম, অলিউর, মিনহাজ মিয়া, রাজু আহমেদ, খালেদ চৌধুরী, নুরুল আমিন, সিদ্দিক আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন- জেলা ও উপজেলা যুব সংহতির বর্তমান কমিটির নেতাকর্মীদের বাধ দিয়ে একটি অবৈধ সম্মেলনের পায়তারা করা হচ্ছে। এই সম্মেলনের প্রতিবাদে আজ শনিবার সাইফুর রহমান টাউন হলে যুব সংহতির এক প্রতিবাদ সভা আহ্বান করা হয়েছে। জেলা ও উপজেলা যুব সংহতির নেতাকর্মীদের বাধ দিয়ে হবিগঞ্জে যুব সংহতির কোন সম্মেলন করতে দেয়া হবে না। যে কোন মূল্যে এই সম্মেলন প্রতিহত করা হবে। এ জন্য কোন অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হলে দায়ভার জেলা জাতীয় পর্টির আহ্বায়ক আতিকুর রহমান আতিক ও সদস্য সচিব শংকর পালকেই নিতে হবে।


     এই বিভাগের আরো খবর