,

[এমপি মুনিম চৌধুরীর নাম সম্ভলিত নবীগঞ্জের উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের] ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর নাম ফলক ভেঙ্গে দিয়েছে একটি চক্র [আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে সিলেট হাসপাতালে প্রেরণ]

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর ভেঙ্গে তছনছ করেছে এলাকার বহু অপকর্মের হুতা বুলবুল ও অপুর নেতৃত্বে একটি চিহ্নিত কুচক্রি মহল। গত ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনসহ উপজেলা গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী। কিন্তু ওই দিন রাতেই একই গ্রামের আবিদ আলীর পুত্র বুলবুল ও অপুর নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র এমপি মুনিম চৌধুরী বাবু’র নাম সম্ভলিত ভিত্তিপ্রস্থরটি ভেঙ্গে চুড়মার করে দেয়। এব্যাপারে উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ভূমিদাতা সৈয়দ হুশিয়ার আলী বাদী হয়ে আবিদ আলীর পুত্র বুলবুল ও অপু সহ ৭ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামী বুলবুল ও অপুসহ আসামীরা গতকাল মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে এসে উমরপুর বাজারে সৈয়দ হুশিয়ার আলীর ভাতিজা সৈয়দ সামছুল ইসলামের দোকানঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এসময় হামলাকারীরা এমপি মুনিম চৌধুরী বাবু সহ স্কুল কমিটির নেতৃবৃন্দকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নতুন ভবন নির্মাণ কাজের মালামাল ভেঙ্গে চুরমার করে দেয়। এসময় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ হুশিয়ার আলী, সৈয়দ আফরাজ আলী, সৈয়দ মনোহর আলী ও তার পুত্র সৈয়দ মোহাদ্দিছ আলী দিপলু, মোঃ শিপন মিয়া, নুরুল মিয়া, হারুন খান, কাইয়ুম মিয়া, তৌফিক মিয়া, সৈয়দ আনহার আলী শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ কাজের মালামাল ভাংচুরে বাধা দিলে উল্লেখিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিতে হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় সৈয়দ মোহাদ্দিছ আলী দিপলু, সৈয়দ আফরাজ আলী, নুরুল মিয়া, শিপন মিয়া ও কাইয়ুম মিয়াকে সিলেট প্রেরণ করেন। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর