,

হবিগঞ্জে দৈনিক বিজয়ের প্রতিধ্বনি- পত্রিকার সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জে দৈনিক বিজয়ের প্রতিধ্বনি-পত্রিকার সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান। বিচারক মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন ইস্যু করেন। মামলার সংক্ষিপ্ত  বিবরণে জানা যায়, গত ৩০ নভেম্বর ওই পত্রিকায় ‘জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ’ শিরোণামে একটি সচিত্র সংবাদ প্রকাশ করা হয়। এ সংবাদে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম জুয়েলের বরাত দিয়ে মোহাম্মদ আলী পাঠানের ছবিসহ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রচার করা হয়। এতে বাদির মানহানি হয়। মামলার বাদি বলেন, পত্রিকার সম্পাদক কোন রূপ যাচাই বাছাই না করে আব্দুর রহিম জুয়েলের যোগসাজশে উক্ত সংবাদ প্রকাশ করায় তার ৫ কোটি টাকার মানহানি হয়েছে। এ কারণে তিনি ৫০১/৫০২ ও ৩৪ ধারায় মামলা করেন। মামলার আসামীরা হল সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্সি আব্দুর রহিম জুয়েল, বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সম্পাদক ও প্রকাশক আনিচ্ছুজ্জামান চৌধুরী রতন ও প্রতিষ্ঠাতা আমিনুর রহমান আদিল ও বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক ড. সিএম দিলওয়ার রানা।


     এই বিভাগের আরো খবর