,

নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে হামলায় আহত বৃদ্ধা লাল মিয়ার অবস্থা আশংকজনক

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় আহত বৃদ্ধা লাল মিয়া (৬০) এর অবস্থা আশংকাজনক। জানা যায়,
দীর্ঘদিন যাবত একই গ্রামের মৃত সিদ্দেক মিয়ার পুত্র মোঃ ফিরোজ মিয়ার সাথে মোঃ লাল মিয়ার বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ০৫ ডিসেম্বর সকাল ১১ ঘটিকার সময় মোঃ ফিরোজ মিয়া গংরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বৃদ্ধা লাল মিয়া ও তার ছেলে বিলাল মিয়া (১৯) কে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আশপাশের লোকজন আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার বৃদ্ধা লাল মিয়া ও তার পুত্রকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে লাল মিয়ার ৩য় পুত্র দুলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। এ ব্যাপারে মোঃ দুলাল মিয়া জানান, মামলা করার প্রেক্ষিতে উক্ত মামলার আসামীরা মামলা তুলে নেওয়ার তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। আবারো হামলার আশংখায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। এবিষয়ে প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করেছেন লাল মিয়া গং।


     এই বিভাগের আরো খবর