,

হবিগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করলো জেলা প্রশাসন

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারী-কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক নের্তৃবৃন্দসহ বিভিন্ন পেশার সাধারন মানুষের উপস্থিতিতে হবিগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস-২০১৭ পালন করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুর জাহিদ পাভেল এর সঞ্চালনায় এবং জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন,  হবিগঞ্জ-লাখাই-৩ আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল কদ্দুছ সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ শফিউল আলম, সদর ইউএনও এটিএম আজহারুল ইসলাম, জিপি এডভোকেট আফিল উদ্দিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জয়িতা ফেরদৌস আরা বেগম, সংশ্লিষ্ট পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আউয়াল, জাসদ নেতা এডভোকেট মুক্তিযোদ্ধা তোরাব আলী, এডভোকেট শরীফ উল্লাহ, সহ প্রমুখ ব্যক্তিবর্গ। সভায় প্রধান অতিথি এমপি জাহির ও জেলা প্রশাসক মনীষ চাকমা সেই ৭১’ সালের ১৪ ডিসেম্বরে জাতির শেষ্ট সন্তান বুদ্ধিজীবিদের হত্যাকান্ডকে পৃথিবীর ইতিহাসে একটি জঘন্যতম বর্বর ঘটনা হিসেবে অভিহিত করে বলেন, এই ঘটনা বিশ্বের শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল। যা আমরা শুধু নই, বর্তমান প্রজন্মও যাতে তা ভূলে যেতে না পারে সেজন্যই সরকারীভাবে এই দিনটি পালন করা হচ্ছে, যা আগামীতেও পালন করতে হবে। আর এই জঘন্যতম অধ্যায়কে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে নানা পরিকল্পনায় সরকার সহ বিভিন্ন সরকারী-বেসরকারী পর্যায়ে প্রতিটি মানুষকে কাজ করতে হবে।


     এই বিভাগের আরো খবর