,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৬ ডিসেম্বর রোজ শনিবার ২০১৭ইং তারিখে দৈনিক হবিগঞ্জ সময় ও দৈনিক এক্সপ্রেস “নবীগঞ্জে নিঃসন্তান দম্পতিকে বসতবাড়ি থেকে বিতাড়ন প্রাণনাশের হুমকি” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। প্রকৃত ঘটনা হলো, নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামের বেলা বেগম আমাকে জড়িয়ে (তাজুদ মিয়া) হলেন জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে হাস্যকর কারণ। আমার (তাজুদ মিয়া) আপন চাচা কাচা মিয়া, বাদী বেলা বেগমের স্বামী, এদের কোন সন্তান না থাকায় বিগত প্রায় আগে ৩৫ বছর পূর্বে জিতু মিয়া নামের পালক সন্তান আনেন। আর সেই জিতু মিয়া মানুষের বাড়িতে কৃষি কাজ করে তার পিতা মাতা বরণ পুষন করে যাচ্ছি। পাশাপাশি আমার আপন চাচা/চাচী হিসাবে প্রবাসে থাকা আমার ভাই তারা প্রায় সময় সাহায়্য সহয়োগীতা করে যাচ্ছে। সংবাদে উল্ল্যেখ করা হয়েছে আমি ও আমার ছেলে, ভাই, বউসহ বাদী বেলা বেগমের বসত ঘর থেকে জায়গা বিক্রির সাড়ে ৫ লক্ষ টাকা ও এক ভরি স্বর্ণালংকার প্রকৃত কথাা হলো বিগত ২৯-০৩-২০১৭ইং প্রায় (৯ মাস) আগে জায়গা বিক্রি  হয়েছে, কিন্তু এই মাটির ঘরে কিভাবে এত টাকা ও ১ ভরি স্বর্ন এত দিন রাখা হয়, ১ ভরি স্বর্ন থাকতে কি জায়গা বেচা লাগে। আর আমার চাচা/চাচী কে খুনে হুমকি দেওয়াতো প্রশ্নই উঠেনা কারণ আমার বাবা নেই। চাচা বেচে আছেন, আর আমিসহ আমার প্রবাসি ভাইরা ওদের সুখ দুঃখে দেখা শুনা, টাকা পয়সাসহ সব সহয়োগীতা করে যাচ্ছি। তাই সংবাদিক ভাইদেরকে ভুয়া তথ্য বিরত থাকার আহ্বান জানিয়ে। উক্ত মিথ্যা ও মানহানীকর প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


     এই বিভাগের আরো খবর