,

ভুয়া সার্টিফিকেট দিয়ে দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগের চেষ্টা উপজেলা অফিসার বরাবর অভিযোগ

সংবাদদাতা ॥ নবীগঞ্জে ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে “দপ্তরী কাম প্রহরী” পদে নিয়োগের চেষ্টা করেছে অমল চন্দ্র দাশ নামের এক যুবক। জানা যায়,  নবীগঞ্জ উপজেলার দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে “দপ্তরী কাম প্রহরী” পদে নিয়োগ দানের লক্ষে গত ১৩ ডিসেম্বর ভুয়া সার্টিফিকেট দিয়ে করে মৌখিক পরীক্ষায় ১ম স্থান অর্জন করে। দৌলতপুর গ্রামের অখিল  চন্দ্র দাশের পুত্র অমল চন্দ্র দাশ প্রকৃত পক্ষে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে। কিন্তু সে “দপ্তরী কাম প্রহরী” পদে একটি ভুয়া ৮ম শ্রেণী পাশ সার্টিফিকেট তৈরি করে উল্লেখিত পদের পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে ১ম স্থান অর্জন করে। সে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখা  পড়া করেছে বলে বিশ্বস্থ সূত্রে জানাযায়, যা এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও জনসাধারনের জানা রয়েছে। দপ্তরী কাম প্রহরী পদে দৌলত পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার নিয়োগ দান বাতিল করার জন্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন একই গ্রামের লাল মোহন চন্দ্র দাশের পুত্র মিশন দাশ।


     এই বিভাগের আরো খবর