,

নবীগঞ্জে এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

 ছনি চৌধুরী ॥ আগামী ২৩ ডিসেম্বর দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) সফল করার লক্ষ্যে গতকাল বুধবার সকাল ১১ টায় নবীগঞ্জ হাসপাতালের  হলরুমে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইপিআই টেকনোলোজিষ্ট অর্জিত দাশের উপস্থাপনায়, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সলিল বরণ দাশ, এছাড়াও বক্তব্য রাখেন মা-মনি প্রতিনিধি পবিত্র রায়, স্বাস্থ্য পরির্দশক গোপেশ দাশ, অফিস সহকারী গনিউর রহমান রাসেল প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে আগামী ২৩ ডিসেম্বর শুরু হওয়া এ+ ক্যাম্পইন সফল করার জন্য সবার প্রতি আহবান জানান। এবার সমগ্র উপজেলায় ৩ শত ২৫টি অস্থায়ী কেন্দ্র, ৩টি ভ্রাম্যমান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৬ শত ৫৮ জন স্বেচ্ছাাসেবী ৬ থেকে ১১ মাস বয়সের ৮ হাজার ৪৫ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৫০ হাজার ১ শত ৬০ জন শিশুকে দিনব্যাপী এ+ ভিটামিন খওয়ানোর ব্যবস্থা করা হয়েছে বলে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আব্দুস সামাদ জানান। সর্বোপরি এ+ ক্যাম্পইন সফল করার ব্যাপারে  উপস্থিত সবাই দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।


     এই বিভাগের আরো খবর