,

হবিগঞ্জে মধ্যযোগীয় কায়দায় অন্তস্বত্তা স্ত্রীকে নির্যাতন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুরে মধ্যপুযোগীয় কায়দায় অন্তস্বত্তা জাতীয় পর্যায়ের শিল্পী তানিয়া আলম সুইটি (২২) নামের এক গৃহবধূকে নির্যাতন করে তালাবদ্ধ করে রাখে তার শ্বশুর বাড়ির লোকজন। পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার টঙ্গিপাড়া  গ্রামের বাউল শিল্পী মৃত খুর্শেদ আলমের কন্যা। হাসপাতালে ভর্তি সুইটি জানায়, সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করে একটি ক্লিনিকে সেবিকার কাজ নেয়। এর আগে সে বিভিন্ন টেলিভিশনে একাধিক গান পরিবেশন করে এবং তার বেশ কয়েকটি এলবামও রয়েছে। দুই বছর আগে একটি গানের অনুষ্ঠানে পরিচয় হয় সুলতান মাহমুদপুর গ্রামের গোলাম হোসেনের পুত্র সৌদি প্রবাসি জাকির হোসেন প্রকাশ ফারুক (৩৫) এর সাথে। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একজন আরেকজনকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। সুইটি জানতো না ফারুকের স্ত্রী রয়েছে। সে না জেনে আদালতে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। ফারুক সুইটিকে বাড়িতে রেখে সৌদি চলে যায়। এদিকে সুইটি ৬ মাসের অন্তস্বত্তা হয়ে পড়ে। গত কয়েকদিন ধরে ফারুকের মা, ভাই ও বোন সুইটিকে নির্যাতন করতে থাকে। এ নিয়ে সুইটি মুরব্বীদের দ্বারস্ত হলে কোন বিচার পায়নি। গতকাল বুধবার দুপুরে উল্লেখিতরা সুইটিকে হাত-পা বেধে শরীরে গরম ছ্যাকা দিয়ে তালাবদ্ধ করে রাখে। বিষয়টি সদর থানার নজরে এলে ওসি (তদন্ত) ডালিম আহমেদ ও এসআই সাহিদ মিয়া ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় সুইটির শ্বশুর বাড়ির স্বজনরা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আলোচনার ঝড় বইছে।


     এই বিভাগের আরো খবর