,

কন্ঠ শিল্পীদের সুরের মুর্ছনায় হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের জাকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

 স্টাফ রির্পোটার ॥ স্বনামধন্য কন্ঠ শিল্পীদের সুরের মুর্ছনায় আজীবন সদস্য এবং জেলা ও পুলিশ প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তাকে সম্মাননা প্রদান করে জেলা কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান পালন করলো ‘হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব’। ৭১’এর মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনে নানা ইতিহাস সচিত্র চিত্রে ভরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন অডিটরিয়ামে গতকাল বুধবার দুপুরে সংশিষ্ট ক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোঃ রহমত আলী ও প্রভাষক জালাল উদ্দিন রুমীর যৌথ সঞ্চালনা অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মনীষ চাক্মা। এতে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোঃ সফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন-নবী। এছাড়াও বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব জি.কে গউছ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, জেলা সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক রতীন্দ্র চন্দ্র রায়, জেলা বাপা সভাপতি ও সাবেক অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ, জেলা তথ্য অফিসার মোঃ সালেহ উদ্দিন, জেলা ব্যবসায়ী কল্যান সমিতি (ব্যকস) এর সভাপতি মোঃ সামছুল হুদা, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি চিত্র শিল্পী মোঃ আলাউদ্দিন আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি ও বাংলাভিশন প্রতিনিধি মোঃ নাহিজ, এটিএন বাংলার প্রতিনিধি ও সংশ্লিষ্ট ক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, দৈনিক কালবেলার প্রতিনিধি মামুন চৌধুরী, জেলা মানবাধিকার সংস্থার নেতা সাংবাদিক এসএম খোকন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুর রকিব, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল শায়েস্তাগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক মঈনুল হক রতন,  লন্ডন বাংলাদেশ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সমাজসেবক এম,এ মুমিন চৌধুরী বুলবুল, পিটিটিআই’র সুপারিনটেনডেন্ট মোঃ নজরুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অসিত বরন দাশ গুপ্ত, কবি তাহমিনা বেগম গিনি, সমাজসেবিকা জান্নাত রাখী, এমএস অনলাইন এর স্বত্বাধিকারী সাংবাদিক সাইফুদ্দিন জাবেদ, করাঙ্গী নিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, কলাম লেখক এডভোকেট মুখলেছুর রহমান, লেখক মাওলানা আজহার আহমেদ এবাদসহ প্রমুখ ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দসহ সমাজের বিভিন্ন পেশার গণমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান ও বিশেষ সহ সকল আমন্ত্রিত অতিথিদেরকে ফুলের ভালবাসায় সিক্ত করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ক্লাবের আজীবন সদস্য পদ লাভ করায় শহরের বিশিষ্ট ব্যবসায়ী যথাক্রমে শ্রী জগদিশ মোদক, আব্দুর রহিম ও এস এম পারভেজ আলম এবং জনসেবায় গতিশীলতা আনয়নে জেলা প্রশাসক মনীষ চাক্মা, জনস্বার্থে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকান্ড গতিশীল করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের প্রথম ওয়েবসাইট চালু করায় পুলিশ সুপার বিধান ত্রিপুরা পিপিএম এবং ৭১’এর মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যানে অসামান্য অবদান রাখায় সংশ্লিষ্ট জেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী পাঠানকে ক্রেস্ট, সনদ ও পরিচয়পত্র দিয়ে সম্মানিত করেন সংশ্লিষ্ট ক্লাবের পক্ষে সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন। এছাড়াও সংশ্লিষ্ট ক্লাবের সকল সদস্যের হাতে স্ব স্ব পরিচয়পত্রও তুলে দেয়া হয়। এ সময় জেলা প্রশাসক মনীষ চাকমা ও পৌর মেয়র আলহাজ্ব জি,কে গউছ সংশ্লিষ্ট ক্লাবের উন্নয়নে আর্থিক সহ নানা সহযোগিতার আশ্বাস দিয়ে ডিজিটাল যুগে এই ক্লাবের অগ্রযাত্রায় নের্তৃবৃন্দের ভূয়শী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভুঁড়ি ভোজের মধ্য দিয়ে প্রানবন্ত এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


     এই বিভাগের আরো খবর