,

নবীগঞ্জে ভিত্তিপ্রস্তর ভাংচুর ও সন্ত্রাসী হামলায় আহত দিপলুর অবস্থার অবনতি

 সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ভাংচুর ও হামলায় আহত উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ মোহাদ্দিছ আলী দিপলুর শারীরিক অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য গত ৪ ডিসেম্বর উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। ওই দিন রাতেই ভিত্তিপ্রস্তর ভেঙ্গে দেয় একই গ্রামের আবিদ আলীর পুত্র বুলবুল ও অপু। এব্যাপারে উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা সৈয়দ হুশিয়ার আলী বাদী হয়ে আবিদ আলীর পুত্র বুলবুল ও অপু সহ ৭ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামী বুলবুল ও অপুসহ অন্যান্যরা আদালতে হাজিরা দিয়ে এসে উমরপুর বাজারে সৈয়দ হুশিয়ার আলীর ভাতিজা সৈয়দ সামছুল ইসলামের দোকান ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। পরে আবারো উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নতুন ভবন নির্মাণ কাজের মালামাল ভেঙ্গে চুরমার করে দেয়। এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের মালামাল ভাংচুরে বাধা প্রদান করেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ হুশিয়ার আলী ও উপজেলা ছাত্রলীগ নেতা মোহাদ্দিস আলী দিপলুসহ তাদের আত্মীয় স্বজন। এ সময় উল্লেখিত আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিতে হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় সৈয়দ মোহাদ্দিছ আলী দিপলুসহ ৫ জনকে সিলেটে প্রেরণ করেন। উক্ত হামলায় সৈয়দ মোহাদ্দিছ আলী দিপলুর ডান চোখ মারাত্বক ক্ষতিগ্রস্থ হয়। উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেছে বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর