,

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে

স্টাফ রিপোর্টার ॥ ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা বোনের ইজ্জ্বতের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে কাজ করতে হবে। সততার সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে দেশরতœ শেখ হাসিনার হাতকে করতে হবে শক্তিশালী। মহান বিজয় দিবস উপলে গতকাল শুক্রবার রাতে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। এ দলের কোনো নেতাকর্মী সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত নয়। কিন্তু বিএনপি-জামায়াত বারবার সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা চালিয়েছে। বর্তমানেও তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাই স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী পরিবারের সকল সদস্যদেরকে সতর্ক থাকতে হবে। জনগণকে সাথে নিয়ে তাদের সন্ত্রাসী কার্যকলাপ থেকে দেশকে মুক্ত রাখতে হবে। জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রূপক দেবের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম শামীম, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সেবুল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোতাব্বির খান, এডভোকেট নরুল কবীর তরফদার খোকন, দেওয়ান মোস্তাক গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ মিজান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ প্রচার সম্পাদক ফয়সল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সেকুল মিয়া, রুবেল চৌধুরী, অপু পাল, কবির আহমেদ, আব্দুল মতিন সুজন, রাজিব চৌধুরী, হোসাইন আহমেদ লিটন প্রমুখ।


     এই বিভাগের আরো খবর