,

মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ স্বাধীনতা অর্জনে রয়েছে আনন্দ এর পিছনে রয়েছে বেদনাও

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, স্বাধীনতা অর্জনে রয়েছে আনন্দ, তেমনিভাবে এর পিছনে রয়েছে বেদনাও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে বিজয় পেয়ে আমরা আনন্দিত। অপরদিকে স্বাধীনতা সংগ্রামে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের ইজ্জ্বত হারিয়ে বাঙালি জাতি বেদনাগ্রস্ত। পৃথিবী যতদিন থাকবে, এই আত্মত্যাগের কথা মানুষের মনে থাকবে। গতকাল রবিবার সন্ধ্যায় মহান বিজয় দিবসের মাস উপলক্ষে মাধবপুর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের পক্ষে ছিল না, তারাই এদেশকে পুনরায় পাকিস্তানে রূপান্তরিত করার উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। কিন্তু তাদের স্বপ্ন সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের হাল ধরে বাঙালি জাতির ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জাতীয় পরিষদ সদস্য সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান ও মোঃ আলাউদ্দিন, সদস্য শ্রীধাম দাশ গুপ্ত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুবি শিকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা ও জেলা পরিষদ সদস্য ফাতেমাতুজ জোহরা রীনা, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক আপন মিয়া ও যুবলীগ সভাপতি ফারুক পাঠান। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আউয়াল ও গীতা পাঠ করেন মাধবপুর পৌর কৃষক লীগ সভাপতি দীপু দাশ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা এই আলোচনা সভায় অংশ নেন।


     এই বিভাগের আরো খবর