,

নবীগঞ্জে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদার নকশায় নির্ধারিত স্থানে কালভার্ট নির্মাণ না  করে ব্যক্তি সূবিধার জন্য অন্য স্থানে নির্মাণসহ অনিয়মের অভিযোগ উল্লেখ করে এল.জিইডি প্রধান প্রকৌশলীর বরাবর  লিখিত অভিযোগ দিয়েছেন ওই এলাকার রুহুল আমীন। অভিযোগে প্রকাশ, কুর্শি থেকে সমরগাঁও পাকা রাস্তার মধ্যে ৩টি কালভার্ট ঠিকাদার আব্দুল মতিন উক্ত রাস্তায় কালর্ভাট নির্মাণের কাজ করেন। নকশা অনুযায়ী ৩টি কালর্ভাট যেখানে নির্মাণ করার কথা ছিল সেখানে ২টি কালভার্ট সঠিক জায়গায় নির্মাণ হলেও একটি কালভার্ট সঠিক জায়গায় না হয়ে ব্যক্তিগত মালিকানাধীন বাড়ীর পানি যাওয়ার জন্য কালভার্ট নিমার্ণ করা হয়েছে। যা নকশা অনুযায়ী সঠিক নয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। উল্লেখিত ঠিকাদার ও প্রকৌশলীগন রাস্তার কালভার্টটি নির্মাণ নির্দিষ্ট স্থানে না করে অনিয়ম করেছেন। যা তদন্ত করলে বাস্তবে প্রমান পাওয়া যাবে। ঠিকাদারের এহেন কাজে এলাকার লোকজন তার উপরে ক্ষিপ্ত হয়েছে। এ ব্যাপারে ফুটারমাটি গ্রামবাসীর পক্ষে ওই গ্রামের মৃত মনহর মিয়ার পুত্র রুহুল আমীন এল.জিইডি প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং বিভিন্ন দপ্তরে এর অনুলিপি দেওয়া হয়েছে বলে জানান গেছে।


     এই বিভাগের আরো খবর