,

নবীগঞ্জে প্রকাশ্যে সন্ত্রাসী মুছার হামলা ॥ ২টি মোটর সাইকেল ও নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ প্রকাশ্যে দিন-দুপুরে শহরতলীর ওসমানী রোডের হীরা মিয়া গালস স্কুলের সামনে দোকানে  সন্ত্রাসী মুছা ও তার সহযোগিদের হামলা ও ২টি মোটর সাইকেলসহ কয়েকলক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। মুছা পৌর শহরতলীর সালামতপুর এলাকার খোরশেদ আলীর পুত্র। এ ঘটনায় ব্যবসায়ী মহলে আতংক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দুপুরে মোটর সাইকেল যোগে মুছার নেতৃত্বে ৫/৬ জনের একটিদল রামদা হাতে নিয়ে ভাই ভাই মোটরস্ সহ ২/৩টি দোখানে হামলা চালায়। এ সময় তারা ২টি মোটর সাইকেল, নগদ টাকা,  মোবাইলসহ প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছেন। এ ঘটনার নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফুসহ নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ভাই ভাই মোটরসের স্বত্বাধিকারী অক্ষয় কুমার দাশ জানান, কিছুদিন আগে ও একই ভাবে হামলা চালিয়ে মুছা আমার দোকান থেকে ১টি মোটর সাইকেল নিয়ে যায়, আজ ও আমার দোকানের ২টি মোটর সাইকেল নিয়ে গেছে। এ ঘটনায় নবীগঞ্জ শহরে আলোচনার সমালোচনার সৃষ্টি হয়েছে এবং জনমনে প্রশ্ন তার কোটির জোর কোথায়।


     এই বিভাগের আরো খবর