,

নবীগঞ্জে বিজয় দিবসের সভায় এমপি আবু জাহির ॥ দেশকে ডুবিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে ৯ মাসব্যাপী রক্তয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর দেশকে
শক্রমুক্ত করে অর্জিত হয় বিজয়। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র, যার স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু যে সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনা। আর তার সৈনিক হিসাবে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে করে যাচ্ছি উন্নয়ন কাজ এবং জনগণের সেবা। এই উন্নয়নকে ধরে রাখতে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের নিকট মহান বিজয়ের মাসের মর্যাদা সম্পর্কে কথা বলতে হবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে। মহান বিজয় দিবস উপলে গতকাল মঙ্গলবার রাতে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যখন একটি অ্যানালগ দেশকে ডিজিটাল দেশে পরিণত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পৃথিবীর শক্তিধর দেশগুলোর সব রক্তচক্ষু উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রায় অসম্ভব বৃহৎ এক ঝুঁকিপূর্ণ কাজ সমাপ্ত করতে চলেছেন, রোহিঙ্গা সংকটের মতো একটি ভয়াবহ মানবিক বিপর্যয় ও সংকট মোকবেলায় নিজের সব শক্তি দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদাকে শিখরস্পর্শী করে তুলেছেন, তখন মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি দেশকে ব্যর্থতার চোরাবালিতে ডুবিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্র থেকে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সকল জনগণকে সতর্ক থাকতে হবে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আব্দুল মুমিন চৌধুরী বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য দেওয়ান ফরিদ গাজীর পুত্র শাহনেয়াজ মিলাদ গাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, জেলা পরিষদ সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, সাবেক এমপি ইসমত চৌধুরীর কন্যা ডাঃ নাজরা চৌধুরী, জেলা আওয়ামী লীগের নেতা এডভোকেট সুমঙ্গল দাশ সুমন। এছাড়া বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দা দাশ, এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, বর্তমান সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রবিন্দ্র চন্দ্র পাল, রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, জেলা পরিষদ সদস্য আব্দুল মালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি মুজাহিদ আহমদ, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, এডভোকেট ফারুক আহমদ, সাংবাদিক এমএ আহমদ আজাদ, আওয়ামী লীগের নেতা আব্দুল কাদির, মুহিবুর রহমান চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, রাব্বী আহমদ চৌধুরী মাক্কু, জাকির হোসেন জাকি, খয়রুল বশর চৌধুরী, শ্রমিকলীগের সভাপতি আবদাল করিম, নবীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ফজল আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক উজ্জল সরদার, তাতীলীগের সভাপতি ফারুক মিয়া,  পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ। এছাড়াও সভায় আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর