,

দেশের উন্নয়নে শ্রমিকদের ন্যায্য মজুরী ও সম্মান দিতে হবে ॥ বিজয় দিবস উপলক্ষে শ্রমিক লীগের আলোচনা সভায় এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, মুক্তিযুদ্ধে বাংলার মেহনতি শ্রমিক জনতার অবদান অনস্বীকার্য। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এই অগ্রগতির পেছনে দেশে শ্রমজীবী মানুষের অবদান রয়েছে। আর এ সকল শ্রমজীবী মানুষকে সংগঠিত করছে শ্রমিক লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠনের কারণেই দেশের শ্রমিকরা তাদের প্রাপ্য মজুরী ও মর্যাদা পাচ্ছেন। শ্রমিকদের ন্যায্য মুজুরী ও প্রাপ্য সম্মান না দিলে দেশের উন্নতি হবে না। মহান বিজয় দিবস উপলে বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে জেলা শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ তৃণমূল মানুষের কল্যাণে কাজ করে। অপরদিকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জনগণের টাকা লুট করে তাদের নেতাকর্মীদের মোটাতাজা করে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও জনগণের কল্যাণমূখী কাজের জন্য আওয়ামী লীগকে জনগণ ভালবাসে। বিশেষ করে হবিগঞ্জের জনগণ বার বার নৌকাকে বিজয়ী করে এই জেলাকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসাবে পরিচিত করেছে। এই সরকারের উন্নয়ন কর্মকান্ডে হবিগঞ্জবাসী মু” হয়ে শায়েস্তাগঞ্জের দুটি ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করেছে। একটি ইউনিয়নে বিএনপি’র প্রার্থী জামানত হারিয়েছেন। সারাদেশেই উন্নয়নের কারণে নৌকার প্রতি জনগণের আস্থা ও ভালবাসা বেড়েছে। হবিগঞ্জের মানুষ আমার নির্বাচনে যে আশা প্রত্যাশা নিয়ে কাজ করেছিলেন আমি দিনরাত তার প্রতিদান দেয়ার চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে শ্রমিক লীগের নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে আমার নির্বাচনে কাজ করেছেন। তাদের এই আন্তরিকতার কথা আমি সারাজীবন মনে রাখব। আগামী নির্বাচনেও বঙ্গবন্ধুর নৌকাকে বিজয়ী করতে সকলের আন্তরিকতা অব্যাহত রাখার আহবান জানান তিনি। জেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আরব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রাজুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম ও হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। এছাড়াও বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগ সহ সভাপতি প্রফুল্লা চন্দ্র বৈষ্ণব, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী ও নওশের আলী, মহিলা শ্রমিক লীগ সভাপতি রেবা চৌধুরী, জেলা শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান টেনু, আব্দুল ওয়াহিদ, আব্দুল মন্নাফ, ইলিয়াছ মিয়া, আরজত আলী, আব্দুল কবির, নাসির মিয়া, সদর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব জামাল আহমেদ, চুনারুঘাট উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব খালেদ তরফদার, পোস্টাল শ্রমিক লীগ নেতা আব্দুল কাইয়ুম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহ জয়নাল আবেদীন রাসেল, যুব শ্রমিক লীগ সভাপতি আব্দুল মান্নান জিহাদ, সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন সভাপতি চন্দন, বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা মোঃ সেলিম মিয়া, আব্দুল মতিন, সোনালী ব্যাংক নেতা বাদল বণিক, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগ নেতা প্রাণতোষ ও শরীফ, পৌর শ্রমিক লীগ সদস্য সচিব আব্দুর রউফ, শায়েস্তাগঞ্জ পৌর শ্রমিক লীগ সভাপতি সালাহ উদ্দিনসহ শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট ও  আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর