,

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক টি.এল.সি.সির সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন নবীগঞ্জ পৌরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শহর সমন্বয় কমিটি পৌর পরিষদকে সঠিক নির্দেশনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উক্ত সভায় নারী সদস্যদের উপস্থিতি আশানুরূপ হওয়ায় নারীনেতৃবৃন্দকে সভার পক্ষ থেকে তিনি অভিনন্দন জানান। তিনি নবীগঞ্জ শহরের সার্বিক উন্নয়নে টিএলসিসি, পৌর-পরিষদ, অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ পৌরসভার সকল শ্রেণি-পেশার নাগরিকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পৌরকর আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বলেন, সম্মানীত পৌর করদাতাগণ পৌরকর প্রদানের মাধ্যমে পৌরসভাকে কাংক্ষিত লক্ষ্যে পৌছাতে সার্বিক সহযোগিতা করবেন বলে আমি মনে করি। তিনি ধৈর্য সহকারে টি.এল.সি.সি’র সদস্যবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের শুরুতে পৌরসভায় ‘ওয়াটার সাপ্লাই’র কাজ শুরু হয়ে গেছে বলে শুভ সংবাদটি তিনি দেন। ২০১৯ সালের মধ্যে পৌরবাসীর দীর্ঘ দিনের দাবি ‘বিশুদ্ধ পানি’ পাবেন বলে আশ্বস্ত করেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন ‘শহিদ মিনারের কাজ দ্রুত গতিতে চলছে। মহান ২১ শে ফেব্ররুয়ারির দিনে পৌরবাসী পৌরসভা কর্তৃক নব-নির্মিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবে বলে আমি আশা রাখি।’ স্মৃতিস্তম্ভ থেকে শাখা বরাকের তীর ঘেষে শহিদ সাবাজ আলী সড়ক পর্যন্ত সদ্য বর্ধিত এ স্পটকে তিনি ‘তমাল উদ্যান’ নামকরণের প্রস্তাব করলে উপস্থিত সবাই একমত পোষণ করেন। তিনি বলেন ‘কিছু দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পৌর আইডিয়ালস্কুল ভবনের কাজ একটু প্রলম্বিত হয়ে গেছে।’ তিনি ইং নিউ ইয়ারের প্রথম দিনে পৌর আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার উৎসবে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেন। নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখতে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ সচেতন পৌর নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করেন। পৌরসভার সার্বিক উন্নয়নের জন্য জনগণকে সম্পৃক্ত করে আগামী মাসে পৌরসভার ৯টি ওয়ার্ডেই উঠান বৈঠকের আয়োজন করা হবে বলে তিনি জানান। তিনি গতকাল রবিবার সকাল ১১টায় নবীগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে শহর উন্নয়ন কমিটির সভায় সভাপতিত্ব করেন। পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর-শহর সমন্বয় কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক ও কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, কাউন্সিলর মোঃ আঃ সালাম, কাউন্সিলর মোঃ সুন্দর আলী, কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক (গঊ) শাহাব উদ্দিন, সাবেক সংরক্ষিত কাউন্সিলর মীনা আক্তার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম,  কাউন্সিলর মোঃ কবির মিয়া, কাউন্সিলর মোঃ জাকির হোসেন, সাবেক সংরক্ষিত কাউন্সিলর দেবলা দাশ, ফুর্শিদা ইয়াসমিন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, স্যানেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী আলহাজ্ব মোহাম্মদ ইকবাল আহমেদ, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, হাছনা বেগম, মাজেদা চৌধুরী, মিসেস মিলা আক্তার, ফুলন সূত্রধর, আলহাজ্ব মোঃ আবু বকর, জুয়েল চৌধুরী, আল আমীনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


     এই বিভাগের আরো খবর