,

শিশুদেরকে বিপদজনক ও ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে সুরক্ষায় হবিগঞ্জে ‘আইডিয়া’র অবহিতকরন সভা

 স্টাফ রিপোর্টার ॥ কাজের মাধ্যমে শিশুদেরকে বিপদজনক ও ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে সুরক্ষা, যোগ্যতা ভিত্তিক মৌলিক শিক্ষায় শ্রম-শিশুদের অভিগম্যতা বৃদ্ধি করা এবং নেটওর্য়াক ও জোট উন্নয়নের মাধ্যমে সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সহিত নীতি প্রনয়ন ও সমর্থনের জন্য একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যেশ্য নিয়ে গঠিত জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ইনস্টিটিউট অব ডেভেল পমেন্ট এফের্য়াস (আইডিয়া)’ এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।  আইডিয়া কর্তৃক বাস্তবায়নাধীন ‘রিডিউসিং চাইল্ড লেবার ফর এ বেটার ফিউচার’ নামক প্রকল্প প্রতিবাদ্য বিষয় নিয়ে বুধবার দুপুরে সংশ্লিষ্ট এনজিও সংস্থা ‘আইডিয়া’ কর্তৃক জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক নজমুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মনীষ চাকমা। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও জাকসু’র সাবেক জিএস আজিজুল হাসান চৌধুরী শাহিন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ শাবান মিয়া, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী রাসেল চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবসায়ী কল্যান সমিতি (ব্যকস) সভাপতি মোঃ সামছুল হুদা, সাংবাদিক শাহ ফখরুজ্জামান, সাংবাদিক শওকত চৌধুরীসহ প্রমুখ ব্যক্তিবর্গ। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মনীষ চাকমা সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের প্রতি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে শিশুদের সুরক্ষায় সকল গৃহিত কর্মসূচী বাস্তবায়নের তাদের আরও তৎপর হওয়া সহ শহর ও গ্রামাঞ্চলের আনাচে-কানাচে সংস্থার কার্যক্রম ছড়িয়ে দেবার আহবান জানান। এছাড়া শিশুদের সুরক্ষায় সংস্থার নিজস্ব কর্মপদ্ধতিও নির্ধারনের আহবান জানান।


     এই বিভাগের আরো খবর