,

বাহুবলে দূর্ধর্ষ ২ ডাকাত গ্রেফতার পুলিশের এএসআই গুরুতর আহত

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকালে ডাকাত দলের সদস্যদের আক্রমণে এক এএসআই আহত হয়েছেন। তাকে বাহুবল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার ভেড়াখাল গ্রামের সালাম মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।  পুলিশ জানায়, পুলিশ জানতে পারে উপজেলার ভেড়াখাল গ্রামের জৈনক সালামের বাড়িতে ডাকাতির প্রস্তুতির লক্ষ্যে ডাকাতরা জড়ো হচ্ছে। এ খবরে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, এএসআই স্বপন কুমার দাস ও এএসআই গোপাল কৈরীর নেতৃত্বে পুলিশের একটি অভিযান চালায়। এ সময় ভেড়াখাল গ্রামের সালামের বাড়ি থেকে মৌলভীবাজার সদর থানার আতানগিরি গ্রামের আব্দুল আজিজের পুত্র আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সাদ্দাম হোসেন ওরফে কাজল মিয়া (৩৫) ও সিলেট জেলার গোয়াইঘাট উপজেলার লাফনাউট গ্রামের খলিলুর রহমানের পুত্র জামাল উদ্দিন (২৮) কে খেলনা পিস্তল সহ গ্রেফতার করা হয়। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, ডাকাত কাজল মিয়ার নামে ওসমানীনগর, সুনামগঞ্জ, জগন্নাথপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ থানায় ৮টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও জামাল উদ্দিনের নামে গোয়াইঘাট থানায় ৫টি ডাকাতি মামলা রয়েছে। ইতিমধ্যে তারা একাধিক মামলায় হাজতবাসও করেছে। তিনি আরও জানান ডাকাতদের আশ্রয়দাতা উপজেলার ভেড়াখাল গ্রামের ফিরোজ আলীর পুত্র সালাম মিয়া নিজেও একজন কুখ্যাত ডাকাত।


     এই বিভাগের আরো খবর