,

বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী প্রফেসর ড. দেওয়ান সৈয়দ মজিদের সম্মানে হবিগঞ্জে নাগরিক কমিটি মতবিনিময়

 স্টাফ রিপোর্টার ॥ বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, হবিগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. দেওয়ান সৈয়দ আব্দুল মজিদের সম্মানে হবিগঞ্জের স্বাস্থ্যসেবা উন্নয়নে এক মতবিনিময় সভা গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনীষ চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. দেওয়ান সৈয়দ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, সাবেক যুগ্ম সচিব ফজলুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আমজাদ হোসেন চৌধুরী। গীতা পাঠ করেন শংকর অধিকারী। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ইকরামুল ওয়াদুদ। বক্তব্য রাখেন প্রফেসর ডাঃ আব্দুল ওয়াহাব, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ব্যক্স’র সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াইর যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, অধ্যক্ষ বিশ্বজিত পাল, প্রফেসর আবিদুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান, প্রফেসর আজগর আলী, অধ্যক্ষ মোজাম্মেল হক, প্রফেসর আব্দুল জাহের, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলী প্রমূখ। এ ছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষকসহ নানা শ্রেণি পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হবিগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার।


     এই বিভাগের আরো খবর