,

একটি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মুনিম চৌধুরী বাবুএকটি সুখি সমৃদ্ধশালী জাতি গঠনে শিক্ষাই হচ্ছে মূল চালিকাশক্তি

মিলাদ হোসেন সুমন ॥ নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন একটি সুখি সমৃদ্ধশালী জাতি গঠনে শিক্ষাই হচ্ছে মূল চালিকাশক্তি। শিক্ষা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এক মৌল উপাদান। আর এই উপাদান যে সমাজে যত বেশি প্রবেশ করেছে সেই সমাজ ততবেশি উন্নয়ন, উৎপাদন ও কল্যাণের কাছাকাছি পৌঁছে গেছে।  ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের অবদানের কোন বিকল্প নেই। গতকাল রবিবার দুপুরে আউশকান্দি ইউসুফ নগরে দি লিটল ফ্লাওয়ার্স জুনিয়র হাই স্কুলকে একটি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে রুপান্তরের লক্ষ্যে ৬ষ্ঠ শ্রেণিতে ছাত্রী ভর্তির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথাগুলো বলেন। দি লিটল ফ্লাওয়ার্স জুনিয়র হাই স্কুলের পরিচালক সাধারণ হাজী সুহুল আমিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ মঈনুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, আউশকান্দি র .প উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামিম আহমদ চৌধুরী ও দি লিটল ফ্লাওয়ার্স জুনিয়র হাই স্কুল এর প্রতিষ্ঠাতা বন্ধন সোসাইটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারি শিক্ষক মোঃ আখলাকুর রহমান রেদোয়ান। এতে স্বাগত বক্তব্য রাখেন সাবেক পরিচালক সাধারণ বদরুজ্জামান জুবায়ের ও দি লিটল ফ্লাওয়ার্স জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াদুদ। এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. বদরু মিয়া, প্রভাষক ইকবাল বাহার তালুকদার, শামিম আহমদ, কনর মিয়া, আব্দুল হামিদ। এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রমজান বক্স ও স্বপন কুমার দাশ, ইউপি সদস্য ফখরুল ইসলাম জুয়েল, উপজেলা শিক্ষক সমিতির সহ সভাপতি গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক রাসেন্ড কুমার দাশসহ অভিভাবক ছাত্র-ছাত্রী। এ সময় নবাগত ছাত্রীদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন স্কুলের প্রতিষ্ঠাতা বন্ধন সোসাইটির সদস্যবৃন্দ ও শিক্ষক মন্ডলী।


     এই বিভাগের আরো খবর