,

বিশ্বকাপের হিরো হতে পারেন সাকিব

সময় ডেস্ক ॥ একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটের (টেস্ট, ওয়ানডে ও টি-২০) ক্রিকেটেই শীর্ষ অলরাউন্ডার হওয়ার বিরল কৃতিত্বটি বাংলাদেশের সাকিব আল হাসানের। মাঝে কিছুদিনের জন্য শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসের কাছে ওয়ানডে অলরাউন্ডারের জায়গাটি হারালেও ৩দিন আগে তা পুনোরুদ্ধার করেছেন সাকিব। এদিকে, বিশ্বকাপ ক্রিকেটে আসর বসতে বাকি রয়েছে আর মাত্র ৯ দিন। এর আগে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের সাকিবের দিকে দিয়েছেন বিশেষ দৃষ্টি। এবারের বিশ্বকাপ ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্স করে কোন ক্রিকেটাররা বিশ্বজয় করে নিতে পারেন, সেই বিষয়ে ক্রিকইনফোতে কলাম লিখেছেন ফ্লেমিং। আর সেখানেই সাকিব সম্পর্কে বিশেষ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন তিনি। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মনে করেন, সাকিব যদি ব্যাট-বলে ভাল করতে পারেন তাহলে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশও নিঃসন্দেহে ভাল করবে। সাকিব সম্পর্কে ফ্লেমিং বলেছেন, ‘আইসিসির র‌্যাঙ্কিংয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই সাকিব বর্তমানে এক নম্বর অলরাউন্ডার। কেন তিনি সেরা, বিশ্বকাপেই সাকিবের জন্য এটা প্রমাণ করার সুবর্ণ সময়। সাকিব যথেষ্ট দক্ষ ক্রিকেটার এবং বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার বিষয়টি তার ফেভারে কাজ করবে। বিশ্বের সেরা ক্রিকেটারদের পাশে থেকে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তাই বিশ্বকাপের বড় মঞ্চে সাকিবের ভাল না খেলার কোনো কারণ নেই। বিশ্বকাপে বাংলাদেশ যদি ভাল করতে চায়, সাকিবকে তাহলে অবশ্যই ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করতে হবে।’ ফ্লেমিংয়ের তার কলামে সাকিবের পাশাপাশি বিশ্বকাপে অংশ নেওয়া অন্য ১৩ দলের একজন করে ক্রিকেটারকে বেছে নিযেছেন যারা বিশ্বকাপের এই আসরটিকে নিজের করে নিলেও নিতে পারেন। এই তালিকায় রয়েছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি, পাকিস্তানের শহিদ আফ্রিদি, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, নিউজিল্যান্ডের রস টেইলর, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, ইংল্যান্ডের ইয়ন মরগ্যান, আফগানিস্তানের হামিদ হাসান, আয়ারল্যান্ডের পল স্টার্লিং, স্কটল্যান্ডের প্রেস্টন মমসেন ও জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর।


     এই বিভাগের আরো খবর