,

এমপি মজিদ খানকে পূর্ণরায় মনোনয়ন দেয়ার জন্য দৌলতপুর আওয়ামীলীগের তৃণমূলের নেতৃবৃন্দ দাবি

স্টাফ রিপোর্টার  ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খানকে পূর্ণরায় দলীয় মনোনয়ন দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছেন বানিয়াচঙ্গ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূলের নেতৃবৃন্দ। গত ৭ জানুয়ারী দৌলতপুর ইউনিয়ন অফিসে ইউনিয়ন আওয়ামীলীগ এক কর্মী সভায় এ দাবি জানানো হয়। সভায় নেতৃবন্দ বলেন- এ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি নির্বাচিত হওয়ার পর দিন রাত শ্রমিক করে বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে সর্বোচ্চ উন্নয়ন করেছেন। যা অতি কোন সরকার করতে পারেনি। তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুত সংযোগ প্রদানসহ বহু উন্নয়ন কর্মকান্ড করেছেন। পাশাপাশি দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করেছেন। তার নেতৃত্বে বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সকল অঙ্গ সংগঠন অত্যান্ত সুসংগঠিত। তাই বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে এ্যাডভোকেট আব্দুল মজিদ খানের কোন বিকল্প নেই। এ আসনে এমপি মজিদ খানই আওয়ামীলীগের সুযোগ্য প্রার্থী। তাকে মনোনয়ন দিলে তিনি আবারও পূর্ণরায় এমপি নির্বাচিত হবে। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকা প্রতিকে ভোট দিয়ে এমপি মজিদ খানকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মলা’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ ফরিদ আহমেদ, সহ-সভাপতি কৃষ্ণকান্ত  দাস, সাংগঠনিক সম্পাদক রাজেন্দ্র বৈষ্ণব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আতাউর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ মোবারক হোসেন বাবলু, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নূরুল হুদা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল বাতেন, ৪নং ওয়ার্ড সভাপতি ইকবাল হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি কৃষ্ণকান্ত দাস, সাধারণ সীতা নাথ দাস, ৮নং ওয়ার্ড সভাপতি পরিমল দাস, সাধারণ সম্পাদক সুকুমার দাস, ৯নং ওয়ার্ড সভাপতি রতিন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্যাম লাল দাস, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাসুদ মেম্বার, ২নং ওয়ার্ড আওরঙ্গজ, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বিষ্ণু পদ বৈষ্ণব, গোলাম রাব্বানী, আওয়ামীলীগ নেতা জমির আলী, মাধাই বৈষ্ণব, মিন্টু চৌধুরী, আহমদ আলী, ফরিদ মিয়া, চমরুল মিয়া, রাজেন্দ্র দাস, প্রভাষ শীল, গোলাম রাব্বানী, দবির মিয়া, নৃপেন্দ্র বৈষ্ণব, মাওলানা রমিজ আলী, নরেশ চন্দ্র দাস, জাকির হোসেন, বিধু বর্মন, আবুল কালাম, রাকিব আল হাসান, মুরছালিন, বিষ্ণুপদ বৈষ্ণব, মিলন মিয়া, সুকুমার দাস, জাহাঙ্গীর মিয়া, অমর রায়, বাচ্চু মিয়া প্রমূখ।


     এই বিভাগের আরো খবর