,

হবিগঞ্জ শহর থেকে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া কলেজ ছাত্রীকে একমাস পর উদ্ধার করেছে পুলিশ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহর থেকে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া কলেজ ছাত্রীকে একমাস পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সদর থানার এসআই আব্দুল মুকিত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ শহরের বেবিষ্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে। এ সময় প্রেমিক পালিয়ে যায়। পরে তাকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তাকে স্বীকারোক্তির জন্য আদালতে প্রেরণ করা হলে প্রাপ্ত বয়স্ক না হওয়ায় তাকে নিরাপত্তা হেফাজতে প্রেরণ করেন বিচারক। এ ঘটনা ঘটেছে হবিগঞ্জ সদর উপজেলার লামা পইল গ্রামে। ওই এলাকার স্থানীয় দুই জনপ্রতিনিধি জানান, দীর্ঘদিন ধরে আব্দুস সমেদের কন্যা হবিগঞ্জ জেকে এন্ড হাই স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের ছাত্রী শিরিনা আক্তার শিরিন (১৭) এর সাথে প্রেমের সম্পর্ক চলে আসছে তারই চাচাতো ভাই বাবর আলীর পুত্র টমটম চালক অনু মিয়ার (২০)। বিষয়টি আচঁ করতে পেরে সমেদ মিয়া তার কন্যাকে অনু মিয়ার সাথে সম্পর্ক না রাখতে নিষেধ করেন। গত ১১ ডিসেম্বর কলেজে আসার কথা বলে শিরিন বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ হয়। এ ব্যাপারে সমেদ মিয়া বাদি হয়ে অনু মিয়াসহ কয়েকজনকে আসামী করে সদর থানায় এজাহার দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ শিরিনকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযানে নামে। পুলিশের জিজ্ঞাসাবাদে শিরিন জানায়, তাকে কেউ অপহরণ করেনি। স্বেচ্ছায় অনু মিয়ার সাথে পালিয়ে যায় এবং তারা বিয়ে করে। আদালতে তার পিতার জিম্মায় যেতে না চাইলে আদালত তাকে নিরাপত্তা হেফাজতে প্রেরন করেন। এ ব্যাপারে সদর থানার এসআই আব্দুল মুকিত চৌধুরী জানান, মেডিকেল পরীক্ষা শেষে কোর্টে প্রেরণ করা হলে তার পিতা জিম্মায় নিতে চায়। কিন্তু শিরিন রাজি না হলে আদালত নিরাপত্তা হেফাজতে প্রেরণ করেন।


     এই বিভাগের আরো খবর