,

নবীগঞ্জে নারী উন্নয়ন ফোরামের রেজিষ্ট্রেশন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় গঠিত নারী উন্নয়ন ফোরাম রেজিষ্ট্রেশন লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে রেজিষ্ট্রেশনের সনদ পত্র নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজনা বেগমের হাতে হস্তান্তর করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীন, নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মরিয়ম বেগমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, উপজেলা নারী উন্নয়ন ফোরাম’র মোট সদস্য সংখ্যা ৪৩ জন। এদের মধ্যে নির্বাচনের মাধ্যমে ১০ জন নারী সদস্য কার্যকরি কমিটিতে অন্তভুক্তি করা হয়। পদাধিকার বলে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। সরকারের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক নারী উন্নয়ন ফোরামকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগীতা কামনা করেন ফোরামের সভাপতি। ইতোমধ্যে উপজেলা নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে বেকার যুব মহিলা, স্বামী পরিত্যক্তা, দুঃস্থ, নির্যাতিতা মহিলাদের সেলাই প্রশিক্ষনের মাধ্যমে আত্বকর্মসংস্থান সৃষ্টি, মহিলা উন্নয়ন, সচেতনা বৃদ্ধি, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে উদ্যোগ গ্রহন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর