,

শিক্ষকরা হলেন জাতি গড়ার নিপুন কারিগর ॥ ইউএনও তৌহিদ-বিন হাসান

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষকরা হলেন জাতি গড়ার নিপুন কারিগর। শিক্ষকদের হাত ধরেই এগিয়ে যাবে দেশের সামগ্রীক শিক্ষা ব্যবস্থা। আমি প্রত্যাশা করি নবীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষকরা যথাযত ভাবে বিদ্যালয় পরিচালনার মাধ্যমে শিশুদের স্বপ্ন দেখাবেন। স্বপ্নের মাধ্যমেই নবীগঞ্জের প্রাথমিক শিক্ষা এগিয়ে যাবে। তিনি গতকাল সোমবার দুপুর ১২টায় নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে নবীগঞ্জ উপজেলার বিদায়ী শিক্ষা অফিসারদের বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, মোঃ জামশেদুর রহমান, মোঃ আরিছ মিয়াকে বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন হাসান, নবাগত শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হককে শিক্ষকদের পক্ষ থেকে বরণ করা হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, নবাগত শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক, সহকারী শিক্ষা অফিসার মোঃ জামসেদুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি দীপ্তেন্দু নারায়ন রায়, সিনিয়র সহ-সভাপতি কৃপেশ চন্দ্র দাশ, সহ-সভাপতি শাহিনুর আক্তার চৌধুরী পান্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর বখত চৌধুরী, প্রধান শিক্ষক রাহেলা খানম, সঞ্জয় ভট্রাচার্য্য, লোমেশ রঞ্জন দাশ, সহকারী শিক্ষক ফনী ভূষন রায়, পলাশ রতন দাশ, পিংকু দাশ, সুমেশ দাশ, মোঃ আব্দুল মজিদ, মোঃ ফজলু মিয়া ও শীতেশ দাশ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ীদের সমিতির পক্ষ থেকে উপহার প্রদান ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলায়াত করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল ও গীতা পাঠ করেন সজল চন্দ্র দাশ।


     এই বিভাগের আরো খবর