,

বানিয়াচং-হবিগঞ্জ সড়কে জীপ ও মাইক্রু সংঘর্ষে নিহত ১ ॥ ড্রাইভারসহ আহত ৭

আনোয়ার হোসেন ॥ হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কে জীপ ও মাইক্রু গাড়ীর মধ্যে মুখোমুখি সংঘর্ষে আব্দুল গণি মিয়া (৪৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার তারাসই গ্রামের মৃত সাবান উল্লার পুত্র। এ সময় মাইক্রু চালক জুয়েলসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। জানা যায়, গতকাল সোমবার সকাল ৭ টায় হবিগঞ্জ-সড়কের বলাকীপুর (রতœা) এলাকায় বানিয়াচং থেকে ছেড়ে আসা সুটকীবাহী চীপ গাড়ী ও হবিগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাইক্রুর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়ে যানবাহন দুটি ধুমরে মুচড়ে যায়। এ সময় মাইক্রুটি পাশ^বর্তী খালে পড়ে পানিতে ডুবে যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত আব্দুল গণি মিয়া মারা যান। চালক জুয়েলকে গুরুতর আহতাবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার খবর পাওয়া গেছে। এছাড়া জীপ গাড়ীর চালক বানিয়াচং নন্দী পাড়া গ্রামের ফিরোজ আলীর পুত্র আলফাজ মিয়ার অবস্থা সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সত্যতা স্বীকার করে দুর্ঘটনা এলাকার দায়িত্বরত বানিয়াচং থানার এসআই সম্রাট জানান দুর্ঘটনায় কবলিত দুটি যানবাহনকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্ঠা করা হচ্ছে। তবে এ ব্যাপারে কোন মামলা হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।


     এই বিভাগের আরো খবর