,

‘দেশ ও জাতির উন্নয়নে খেলাফত রাষ্ট্রব্যবস্থার বিকল্প নাই

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত মঙ্গলবার বিকালে বাংলাদেশ খেলাফত মজলিস লাখাই থানা শাখার উদ্যোগে বামৈ আব্দুর রহিম প্রাইমারী স্কুল মাঠে এক বিশাল সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের লাখাই থানা শাখার সভাপতি মাওলানা আমিমুল এহসান মাসুমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী হাফেজ জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন বিশ্বনন্দিত মুফাসসীরে কোরআন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা জুবায়ের আহমদ আনসারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ মিরপুরী, সহ-সেক্রেটারী মাওলানা নোমান আহমদ, শেয়খুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ূম হবিগঞ্জী, বি-বাড়িয়া জেলার সেক্রেটারী মাওলানা মঈনুল ইসলাম,  বাহুবল থানা থানার মজলিস নেতা, তরুন তেজস্বী বক্তা হাফেজ আব্দুন নুর, বি-বাড়িয়া জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা কাউছার আহমদ হাসানী, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা খাইরুল ইসলাম তালুহদার, হাফেজ দেলোয়ার হোসেন, মাওলানা ম‘তাসিম বিল্লাহ, মাওলানা মোর্শারফ হোসেন, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা শামছুল হক, হাফেজ সবুর হোসেন প্রমুখ। আল্লামা আনসারী তার বক্তৃতায় বলেন, দেশ স্বাধীন হওয়ার ৪৬ বছর পরেও শান্তির কোনো লক্ষন নেই, সমাজে অনাচার, অবিচার, অত্যাচার, যুলুম, নির্যাতন, সুদ ঘোষ, অরাজকতা, অশৃংখলা বেড়েই চলছে। অনেক সরকার ইতিমধ্যে ক্ষমতায় এসেছে আরো ক্ষমতায় আসবে, কিন্তু শান্তি বিরাজ করবেনা। দেশ ও জাতির উন্নয়নে খেলাফত রাষ্ট্রব্যবস্থার বিকল্প নাই। এ জন্য আলেম সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। দেশের শাসনভার হক্কানী আলেমদের হাতে তুলে দিতে হবে। তাহলে শান্তির আশাকরা যেতে পারে। অন্যতায় আগামী কিয়ামতের পুর্ব পর্যন্ত নেতার পরিবর্তন হবে, নেতাদের কপাল ঘুছবে কিন্তু জনগনের অবস্থার আরো অবনতী হবে।


     এই বিভাগের আরো খবর