,

পৌর এলাকার সরস্বতী পূজা মন্ডপগুলো পরিদশনে মেয়র গউছ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার পূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। মেয়র গতকাল সোমবার সকালে সরস্বতী পূজা মন্ডপগুলো পরিদর্শন করতে প্রথমে গানিংপার্ক এলাকায় যান। পরে তিনি একে একে ঘাটিয়া, নোয়াহাটি, যশের আব্দাসহ বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন করে মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। পূজাকমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ মেয়র আলহাজ্ব জি, কে গউছকে মন্ডপগুলোতে স্বাগত জানান। মেয়র তাদের সাথে পূজা উদযাপনের পরিবেশ এবং পৌরসভার নাগরিক সেবা নিয়ে মত বিনিময় করেন। এলাকাভিত্তিক বিভিন্ন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মন্ডপগুলো পরিদর্শনের পর মেয়র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মন্ডপ পরিদর্শন করেন। পিটিটিআই, উচ্চ বালিকা বিদ্যালয়, হবিগঞ্জ সরকারী মহিলা মহাবিদ্যালয়, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়, বৃন্দাবন সরকারী কলেজ, বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজা মন্ডপ পরিদর্শন করে পূজার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন মেয়র। বৃন্দাবন সরকারী কলেজে পূজার আয়োজকবৃন্দের আমন্ত্রনে মেয়র আলহাজ্ব জি,কে গউছ সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশবিশেষ উপভোগ করেন। রাতে মেয়র ঘোষপাড়া, মোহনপূরসহ অন্যান্য এলাকার পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন। পূজা মন্ডপগুলো পরিদর্শনকালে মেয়র আলহাজ্ব জি,কে গউছের সাথে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।


     এই বিভাগের আরো খবর