,

শায়েস্তাগঞ্জে ২ বাসায় ডাকাতি ॥ নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট ॥ গৃহিনীকে পিটিয়ে আহত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের ওয়ার্কসপ এলাকায় নির্মল বর্ধন ও রনু মজুমদারের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ৭/৮ জনের একদল ডাকাত গত মঙ্গলবার গভীর রাতে রনু মজুমদারের বাসার জানালার গ্রীল কেটে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে নগদ ৬ হাজার টাকা, মেয়ের বিয়ের জন্য স্টীলের আলমারীতে রাখা ৪ ভরি স্বর্ণালংকার, ৩টি দামি মোবাইল সেটসহ ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় রনু মজুমদারের স্ত্রী অর্পনা মজুমদার স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকে বেধরক পিটিয়ে গুরুত্বর আহত করে ডাকাতরা। অপর পার্শ্বের নির্মল বর্ধনের বাসায় একই ভাবে মুখোশধারী ডাকাতদল ভেতরে প্রবেশ করে তার স্ত্রী স্বর্ণা বর্ধন ও বিবাহিতা মেয়ের গায়ে থাকা ৪ ভরি স্বর্ণালংকার, ৪টি দামি মোবাইল সেট, একটি এল.ই.ডি টিভিসহ সাড়ে ৩ লাখ টাকাসহ ২ টি বাসার সাড়ে ৬লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। এঘটনার খবর পেয়ে বুধবার সকালে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, শায়েস্তাগঞ্জ থানার এস আই জাকির হোসেনসহ একদল পুলিশ ও স্থানীয় ৮নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয়ের পরিবারের লোকজনকে শান্তনা দেন। আলাপকালে বাসার মালিক রনু মজুমদার ও অপর বাসার মালিক নির্মল বর্ধনের স্ত্রী স্বর্ণা বর্ধন এসব তথ্য জানান। এঘটনা সংগটিত হওয়ায় শায়েস্তাগঞ্জের ওয়ার্কসপ এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর