,

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও গুণীজনদের সংবর্ধনা প্রদান

ছনি চৌধুরী ॥ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও গুনিজনদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও প্যানেল মেয়র এটিএম সালাম এবং সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্তীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) সি.কে.দাশ। এতে বক্তব্য রাখেন বৃত্তি স্মারক অগ্রযাত্রার মোড়ক উন্মোচক সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সুরঞ্জন দাশ, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মদন মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, বিশেষ অতিরি বক্তব্য রাখেন, ডাঃ সফিকুর রহমান, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আশরাফ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, কোরআন ও বিজ্ঞান বিশ্লেষক  ও আর্ন্তজাতিক জিগ্রাফার মোঃ সাঈদ আব্দুল মতিন, ডাঃ সুকেশ দাশ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, লন্ডন প্রবাসী নজির মিয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম বশির আহমদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, শিক্ষক আলী আমজদ মিলন।

IMG_2423

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি কমিটির আহ্বায়ক কাউন্সিলর মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, গীতাপাঠ করেন স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্তী। পৌরসভা কর্তৃক ১০ প্রবাসী কমিউনিটি নেতা নেহার মিয়া চৌধুরী, তালেব উদ্দিন আহমেদ, ফুল মিয়া, তুহিন আহমদ চৌধুরী, এনায়েতুর রহমান খান, আতাউর রহমান চৌধুরী, হিফজুর রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন তালুকদার’কে সংবর্ধনা প্রদান করা হয়। পরে পৌর এলাকায় অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্টানের কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেষ্ট ও সনদ প্রদান এবং পৌর এলাকার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২ জন ভুমিদাতাদের সম্মাননা পদক প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর