,

বানিয়াচংয়ে কৃষক হত্যা মামলায় ১০ জনের ফাঁসি

জুয়েল চৌধুরী ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের বাঘজুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক (৬০) হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ১৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ দন্ডাদেশ আদেশ দেন। উক্ত মামলায় আরও ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন রমিজ আলী, তরিক উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মান্নান, বাচ্চু মিয়া, আব্দুস সালাম, ইউসুফ উল্লাহ, আব্দুল মোতালিব, আব্দুল হান্নান ও নসিম উল্লাহ। খালাস প্রাপ্তরা হল আইয়ুব আলী, জামাল উদ্দিন, নুরুল ইসলাম, আব্দুর রউফ, আব্দুল বারিক, আব্দুর রশীদ, আব্দুন নুর,
সিরাজ আলী, রফিক উল্লা, খুর্শেদ আলী, আব্দুল হামিদ, আব্দুল হামিদ-২, আব্দুল হক ও আব্দুল মন্নান। এর মাঝে উক্ত মামলার অন্য আসামী মারফত উল্লা, হাসিম উল্লা ও আব্দুস সোবহান মৃত্যুবরণ করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক। তাকে সহযোগিতা করেন মাসুদ করিম আখঞ্জি তাপস। মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ২৮ অক্টোবর একই গ্রামের বাসিন্দা হারুন মিয়ার একটি হাঁস খেয়ে ফেলে আসামী মারফত উল্লা। এ নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি পরে দেখে নেবে বলে মারফত উল্লা ও তার লোকজন হারুন ও তার পিতা আব্দুর রাজ্জাককে হুমকি দেয়। পরের দিন ২৯ অক্টোবর হারুনের পিতা আব্দুর রাজ্জাক মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। পথে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিন রাতে নিহতের পুত্র হারুন মিয়া বাদী হয়ে ২৭ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি মামলা করেন। ২৬ জন আসামীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল বুধবার বিচারক ১০ জনের ফাঁসির আদেশ দেন। সেই সাথে প্রত্যেককে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। রায় প্রদানকালে আসামীরা আদালতে উপস্থিত ছিল। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। মামলার বাদি হারুন মিয়া জানান, তিনি ন্যায় বিচার পেয়েছেন। অপরদিকে আসামীরা জানান, তারা উচ্চ আদালতে আপিল করবে।


     এই বিভাগের আরো খবর