,

নবীগঞ্জে রহমতের তান্ডবে অতিষ্ট পূর্ব জাহিদপুর গ্রামবাসী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের ইসমাইল মিয়ার পুত্র রহতম আলীর কার্যকলাপ তামানোর যেন কেউ নেই। একাধিক মামলা থাকা সত্ত্বেও একের পর এক কার্যকলাপ বেড়েই চলেছে। গত মঙ্গলবার বিকালে মামলা জনিত বিরোধের জের ধরে বাদী মশ্বব আলী স্ত্রী রুবেনা বেগমকে মারধোর করে গুরুতর আহত করে  রহমত। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব জাহিদপুর গ্রামের মৃত মদরছি মিয়া পুত্র মশ্বব আলী কিছুদিন পূর্বে বাড়িতে এসে মারধোর ও মালামালসহ গরু ছাগল চুরি করে নেওয়ার অভিযোগে নবীগঞ্জ থানায় রহমত আলী সহ আরও ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে এফ.এ আর ভুক্ত হয়। গত মঙ্গলবার ঐ মামলায় হবিগঞ্জে বিজ্ঞ আদালতে হাজিরা দিয়ে বাড়িতে এসে মামলার ক্ষিপ্ত হয়ে বাদী মশ্বব আলী ও তার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের উপর হামরা চালায়। এতে মশ্বব আলীর স্ত্রী রুবেনা বেগম গুরুতর আহত হয়। তাকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন। এছাড়া অভিযোগে সূত্রে আরো জানাযায়, নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী জুমি আক্তার জুমা নামক জনৈক ছাত্রী রহমতের নির্যাতনের শিকার হয়ে সন্ত্রাসী রহমতের বিরুদ্ধে হবিগঞ্জের বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন আইনেও মামলা রয়েছে। মামলা নং ৫৩/২০১৮। বর্তমানে তাকে বিভিন্ন সময় তাকে অপহরণ ও গুম করার হুমকি প্রদান করে আসছে একাধিক অপকর্মের হুতা রহমত। এলাকাবাসীর দাবী নারী নির্যাতন, হত্যা চেষ্টা, চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলার আসামী রহমতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হউক।


     এই বিভাগের আরো খবর