,

বানিয়াচংয়ে অগ্নিকান্ডে ৪ দোকান ভস্মিভূত ॥ ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আনোয়ার হোসেন ॥ বানিয়াচংয়ে অগ্নিকান্ডে ৪ দোকানপুড়ে ছাঁই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান অনুমান ১০ লক্ষ টাকা। আগুন নিয়ন্ত্রনে আনতে ফয়ার সার্ভিসের এক ফায়ারম্যান আহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশ^বর্তী সরকারী গুরুত্বপুর্ণ স্থাপনা সাবরেজিষ্ট্রার কার্যালয়। ৪৫ মিনিট ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় স্থানীয় বড়বাজারে। স্থানীয় সুত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর বড়বাজার সাবরেজিষ্ট্রার অফিসের দক্ষিণ পার্শ্বের সঞ্জব আখঞ্জির তুলার কারখানায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। নিমিষেই আগুনের লেলিহান শিখা ৩টি তুলার দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের কুন্ডুলির ভয়াবহতা দেখে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট পাট বন্ধ করে আগুন নিয়ন্ত্রনের কাজে নেমে পড়েন। আশ-পাশের বাড়ি-ঘরের নারী-পুরষ আতংকগ্রস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে সঞ্জব আখঞ্জির ৩টি তুলার দোকন, মামনুন মিয়ার একটি কাঠের দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এদিকে অগ্নিকান্ডের লেলিহান শিখা পাশ^বর্তী সাবরেজিষ্ট্রার কার্যালয় যখন ছুঁই ছুঁই অবস্থা তখন ফায়ার সার্ভিসের কর্মীরা তড়িঘড়ি করে আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে ফায়ারম্যান কাউছার আহমেদ গুরুতর আহত হন। সিনিয়র ফায়ারম্যান পল্টু চন্দ্র চন্দ্রের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ইউনিটে দায়িত্ব পালন করেন ফায়ারম্যান বায়েজীদ রহমান, রামপ্রসাদ চন্দ্র, শফিকুল ইসলাম ও ভলেন্টিয়ার মাসুদ মিয়া। এ ব্যাপারে সঞ্জব আখঞ্জি জানান তার প্রায় ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ী মামনুন মিয়া প্রায় ১ লক্ষ টাকার ক্ষতির খবর পাওয়া গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে অবস্থান করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার স্বন্দ্বীপ কুমার সিংহ, বানিয়াচং থানার ওসি (তদন্ত) আব্দুল কাইয়ুম, সেকেন্ড অফিসার এসআই সালাউদ্দিন। জানতে চাইলে ইউএনও স্বন্দ্বীপ কুমার সিংহ জানান, তুলা তৈরীর কারখানা একটি সরকারী গুরুত্বপুর্ন স্থাপনা ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ভিড়ে চালানো উচিত নয়। তবুও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করে কর্তৃপক্ষের বরাবরে প্রেরন করা হবে।


     এই বিভাগের আরো খবর